Free Haircut: বিরাট অফার! ভোট দিলেই ফ্রিতে চুল কাটতে পারবেন এই সেলুনে

ভোট দিন আর ফ্রিতে চুল (Free Haircut) কেটে যান। এমন অভিনব অফার চালু করল অন্ধ্রপ্রদেশের একটি সেলুন। আরামদায়ক চেয়ারের পাশাপশি এসিও রয়েছে ওই সেলুনে। তীব্র…

salon

ভোট দিন আর ফ্রিতে চুল (Free Haircut) কেটে যান। এমন অভিনব অফার চালু করল অন্ধ্রপ্রদেশের একটি সেলুন। আরামদায়ক চেয়ারের পাশাপশি এসিও রয়েছে ওই সেলুনে। তীব্র গরমে এমন অফার সত্যিই একেবারে অভিনব। ভোটের বাজারে বিভিন্ন সংস্থা ভোটারদের আকৃষ্ট করতে রকমারি অফার দিচ্ছে। কোথাও বিনামূল্যে গিফট দেওয়া হচ্ছে, আবার কোনও রেস্তরাঁয় খাবারের বিলের ওপর ছাড় মিলছে। নবীন প্রজন্ম এবং প্রথমবারের ভোটারদের আকৃষ্ট করার পাশাপাশি ভোটদানের হার বাড়ানোর জন্যই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভারতের নির্বাচন কমিশনও ভোটারদের বুথে টানতে বিভিন্ন পদক্ষেপ করছে। কোথাও সেলফি পয়েন্ট বানানো হচ্ছে তো কোনও বুথে সিনিয়র সিটিজেনদের যাতায়াতের জন্য টোটোর ব্যবস্থা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি সেলুন ঘোষণা করেছে, ১৩ তারিখ যারা ভোট দেবেন, তাঁদের সকলকেই বিনামূল্যে চুল কেটে দেওয়া হবে। ভোটের প্রমাণ হিসেবে গণ্য হবে ভোটারদের হাতের আঙুলে নির্বাচন কমিশনের দেওয়া কালির ছাপ।

   

কাঞ্চরাপালেম মেট্টুর মুটিয়ালাম্মা মন্দিরের সামনে অবস্থিত ওই সেলুনের মালিকের নাম মাল্লুভালাসা রাধাকৃষ্ণ। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং যুবকদের ভোট দিতে উৎসাহিত করতেই এই ঘোষণা করেছেন তিনি। মাল্লুভালাসা বলেন, প্রথমবার যাঁরা ভোট দিতে যান, তাঁদের অনেকেই লাইনে দাঁড়াতে অনীহা প্রকাশ করেন। তাঁদের উৎসাহিত করতেই এই আয়োজন। গণতন্ত্রে ভোট খুবই গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধি হিসেবে সঠিক প্রার্থীকে বেছে নিতে না পারলে আমরা সমাজে উন্নয়নের সুযোগ হারাব।

সেলুন মালিক মাল্লুভালাসা রাধাকৃষ্ণ বলেন, এই অফার পেতে হলে মানুষকে ভোট দেওয়ার পর সেলুনে এসে আঙুলে কালির চিহ্ন দেখাতে হবে। তাহলেই বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে। ১৩ মে, আগামী সোমবার অর্থাৎ ভোটের দিন সেলুনটি খোলা থাকবে। যারা ভোট দেবেন, তাঁদের সকলকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে।

হরিয়ানার গুরুগ্রামের একটি মাল্টিপ্লেক্সও ভোটারদের জন্য অভিনব অফার এনেছে। ২৫ মে ভোটদানের পর মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে টিকিটে ছাড় পাওয়া যাবে। তবে আঙুলের ভোটের কালি দেখাতে পারলে তবেই মিলবে সুবিধা।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে তিন দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।