Karnataka: বিনা পয়সার বাসে সিট নিয়ে চুলোচুলি মহিলাদের

Brawl Breaks Out as Two Women Fight for Seat on Karnataka Bus

কর্ণাটক (Karnataka) সরকারের ‘ শক্তি ‘ প্রকল্পের সুবিধা নিয়ে বিনা পয়সার বাসে যাতায়াত করতে গিয়ে উপচে পড়া ভিড় প্রত্যেক বাসে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মাইসুরু থেকে চামুন্ডি হিলসগামী বাসে দুই মহিলা একই আসনের জন্য তুমুল ঝগড়া শুরু করে। যা পরে চুলোচুলিতে পরিণত হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে নজরে আসছে একজন মহিলা বাসের মধ্যে একটি সিট আগে থেকে দখল করার জন্য সিটের উপরে তার ওড়না রেখে দেয়। কিন্তু তখনই অন্য একজন মহিলা তড়িঘড়ি ওড়নাটি সরিয়ে সেই সিটে বসে পড়ে।

   

এরপরেই দুই মহিলার মধ্যে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। পরিস্থিতি দ্রুত হাতের নাগালের বাইরে চলে যায়। মুহুর্তের মধ্যে ঝগড়া থেকে যা মারামারিতে পরিণত হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন