Covid 19: উপরাষ্ট্রপতি করোনা আক্রান্ত

ফের মারণ করোনার (Covid 19) ছোবল রাজনৈতিক জগতে। এবার করোনায় আক্রান্ত হলেন ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু (Venkaiya Naidu)। Advertisements উপ-রাষ্ট্রপতির অফিসের তরফ থেকে জানানো হয়েছে…

ফের মারণ করোনার (Covid 19) ছোবল রাজনৈতিক জগতে। এবার করোনায় আক্রান্ত হলেন ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু (Venkaiya Naidu)।

Advertisements

উপ-রাষ্ট্রপতির অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে হায়দ্রাবাদে রয়েছেন উপরাষ্ট্রপতি। সেখানে তাঁর কোভিড পরীক্ষা পজিটিভ এসেছে। গত এক সপ্তাহে যারা যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরাও যেন নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নেন। আপাতত তিনি ১ সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রয়েছেন।

Advertisements

 

 

উল্লেখ্য, রবিবার সকালেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে দেখা যায় উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। যা আগের দিনের থেকে প্রায় ৪ হাজার ১৭১ বেশি। দেশের পটিজিভিটি রেট বেড়ে ১৭.৭৮ শতাংশ। যা চিন্তায় রেখেছে চিকিৎসকদের। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৯ হাজার ৪০৯ জন।