বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, আশঙ্কায় VHP, সরকারের কাছে বড় দাবি

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগপ্রকাশ করল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বড় মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি অলোক…

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগপ্রকাশ করল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বড় মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি অলোক কুমার ।

অলোক কুমার ওপার বাংলায় বহু হিন্দু, শিখ বিপদের মুখে রয়েছে। যে কারণে তাঁদের সুরক্ষার জন্য কিছু করার আহ্বান জানালেন কেন্দ্রীয় সরকারকে। তিনি বলেন, ‘বাংলাদেশের নৈরাজ্য ও অরাজকতাও ভারতের জন্য উদ্বেগের বিষয়। এটা আমাদের জন্য বড় উদ্বেগের বিষয় যে, সেখানে থাকা হিন্দু ও শিখসহ সংখ্যালঘুদের ক্ষতি হচ্ছে। একের পর এক বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশের মন্দির ও গুরুদ্বারগুলিকেও ভেঙে দেওয়া হচ্ছে। সংখ্যালঘুদের সম্মান ও সম্পত্তি সেখানে নিরাপদ নয়। বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বিশ্ব সম্প্রদায়কে হস্তক্ষেপ করার অনুরোধ করেছি। আমি ভারত সরকারকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি।’

   

বর্তমানে বাংলাদেশে ১৫ বছরের আওয়ামি লিগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। এমনকি প্রাণভয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে গিয়েছেন শেখ হাসিনা। তারপরেও সেখানে হিংসা থামার নামই যেন নিচ্ছে না। শেখ হাসিনার পদত্যাগ ও বাংলাদেশে পালিয়ে আসার পর দেশে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। বাংলাদেশে হিন্দু মন্দির ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার খবর মিলছে।

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর ও মন্দিরকে টার্গেট করা হয়েছে। ইসকন ও কালী মন্দিরে হামলা হয়েছে, যার পর প্রাণ বাঁচাতে হিন্দুদের লুকিয়ে থাকতে হয়েছে। রংপুরের হিন্দু কাউন্সিলর কাজল রায়কে খুন করেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী সংখ্যালঘু হিন্দুদের রক্ষায় এগিয়ে এসেছে। হিন্দু পরিবার, মন্দির ও অন্যান্য উপাসনালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেনাবাহিনী হেল্পলাইন নম্বর জারি করেছে।