রেলপ্রেমীদের জন্য দুরন্ত খুশির খবর! ট্র্যাকে আরও ৫ বন্দে ভারত

দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে বাজেট। নতুন করে কোনও ট্রেন ঘোষণা করা না হলেও রেলের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আর এবার রেলপ্রেমীদের জন্য…

দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে বাজেট। নতুন করে কোনও ট্রেন ঘোষণা করা না হলেও রেলের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আর এবার রেলপ্রেমীদের জন্য খুশির খবর শোনাল ভারতীয় রেল। দেশে চালু হচ্ছে আরও ৫টি বন্দে ভারত ট্রেন (Vande Bharat)। ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি এই ট্রেনগুলি তৈরি করেছে।

রেলওয়ে বোর্ড শীঘ্রই সিদ্ধান্ত নিতে চলেছে যে এই ট্রেনগুলি কোন শহরগুলির মধ্যে চলবে। এই বন্দে ভারত ট্রেনগুলি কমলা রঙের, যার প্রতিটিতে ১৬টি করে কোচ রয়েছে রয়েছে বলে আইসিএফ সূত্রে খবর। ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরির এক আধিকারিক বলেন, ‘রেলওয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে কোন রুটে এই বন্দে ভারত ট্রেনগুলি চলবে।’

   

চেন্নাইয়ে অবস্থিত ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি ২০১৮ সাল থেকে ৭০টি বন্দে ভারত রেক তৈরি করেছে। আর এ যাবত ৫০০টিরও বেশি ডিজাইনের প্রায় ৭৫,০০০ কোচ তৈরি করেছে ICF। চলতি আর্থিক বছরের রেকর্ড সংখ্যক কোচ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। সেই কারণে বিপুল বরাদ্দও করেছে রেল মন্ত্রক।

বিরাট অভিযোগ মমতার, নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট

২০২৪-২০২৪ আর্থিক বর্ষে আইসিএফ ১৫৩৬টি এলএইচবি কোচ তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে। এছাড়াও, ৬৫০টিরও বেশি বন্দে ভারত কোচ সহ ৩,৫১৫টি রেল কোচ তৈরি করা হবে। বর্তমানে বন্দে ভারত ট্রেনে ৯ বা ১৬ টি কোচ রয়েছে। ICF আধিকারিক বলেন, ভবিষ্যতে ২০ এবং ২৪টি কোচ সহ বন্দে ভারত ট্রেন চালানো হবে। এছাড়াও বন্দে ভারত মেট্রোর ট্রায়ালও চলছে।

এদিকে সপ্তাহান্তে ফের ট্রাফিক ব্লক বাংলায়। শিয়ালদহ ডিভিশনের নৈহাটি-ব্যান্ডেল শাখায় ট্রাফিক ব্লকের জেরে বাতিল একগুচ্ছ ট্রেন। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নৈহাটি ও গরিফার মাঝে ২৭ জুলাই রাত ১১টা ৩০ মিনিট থেকে ২৮ জুলাই রবিবার সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। ফলে ট্রেন বাতিলের পাশাপাশি সময় পরিবর্তনও করা হবে।

Indian Railways: অদ্ভূত, ভারতীয় রেলের এই স্টেশনে ট্রেন থামে বছরে মাত্র ১৫ দিন!

এই ব্লকের ফলে মূলত নৈহাটি-ব্যান্ডেল শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হবে। এক্ষেত্রে বলে রাখা উচিত, নৈহাটি-ব্যান্ডেল শাখায় লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনও চলে। ফলে ব্লকের ফলে শুধুমাত্র লোকাল ট্রেন নয়, এক্সপ্রেস চলাচলও ব্যাহত হবে। নৈহাটি-ব্যান্ডেল লাইনের বদলে ডানকুনি হয়ে কিছু ট্রেন চালানো হবে।