নয়াদিল্লি: ভারতীয় রেলওয়ের প্রযুক্তিগত উন্নতির প্রতীক হিসেবে পরিচিত বন্দে ভারত এক্সপ্রেস এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, বন্দে ভারত স্লিপার ট্রেনটি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ছুটছে৷ এত তীব্র গতিতেও কাচের গ্লাস থেকে এক ফোঁটাও জল চলকে পড়েনি। যা থেকে এই ট্রেনের অত্যাধুনিক প্রযুক্তির ছবি স্পষ্ট ধরা পড়েছে৷ যা সাধারণ মানুষের যাত্রা পথ মসৃণ ও আরামদায়ক করে তুলবে। (vande bharat 180 kmph speed test)
১৮০ কিলোমিটার গতি vande bharat 180 kmph speed test
আগামী দু’মাসের মধ্যেই বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল৷ এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বন্দে ভারত স্লিপার ট্রেনটি গত তিন দিন ধরে রাজস্থানের ৪০ কিলোমিটার দৈর্ঘ্য পথে সফলভাবে ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। চলতি মাসের শেষ পর্যন্ত এই ট্রায়াল রান চলবে৷ পরবর্তী ধাপে, রেলওয়ে সেফটি কমিশনার বন্দে ভারত স্লিপারের সর্বোচ্চ গতির নিরাপত্তা যাচাই করে দেখবে। পরীক্ষার সমস্ত মানদণ্ড পূর্ণ করার পরেই ট্রেনটি আনুষ্ঠানিকভাবে ভারতের রেলওয়ে পরিষেবায় অন্তর্ভুক্ত হবে।
দীর্ঘ পথে সফর vande bharat 180 kmph speed test
কাশ্মীর থেকে কন্যাকুমারি, দিল্লি থেকে মুম্বই, হাওড়া থেকে চেন্নাইসহ দেশের একাধিক প্রধান রুটে এই ট্রেন চলাচল করবে। ফলে, ভারতে রেলযাত্রা আরও আরামদায়ক, দ্রুত এবং উন্নতমানের হবে৷
বন্দে ভারত স্লিপার ট্রেনগুলির ডিজাইন অত্যন্ত আধুনিক এবং এতে রয়েছে একাধিক সুবিধা—অটোমেটিক দরজা, অতিশয় আরামদায়ক শয্যা, অনবোর্ড WiFi এবং বিমানের মতো ডিজাইন। এসব বৈশিষ্ট্য ট্রেনযাত্রীদের জন্য একটি উন্নতমানের যাত্রার অভিজ্ঞতা দেবে৷ এছাড়াও এই ট্রেনে থাকবে পরিষ্কার এবং আধুনিক টয়লেট, রিডিং লাইট এবং উচ্চগতির মোবাইল চার্জিং-এর ব্যবস্থা৷
Bharat: Vande Bharat train achieves a new milestone in Indian Railways‘ technological advancement. Rail Minister Ashwini Vaishnaw shares a video of the sleeper train maintaining a steady glass of water at 180 kmph. Successful speed tests continue in Rajasthan.