
ভালোবাসা দিবসকে (Valentine’s Day) সামনে রেখে কিডনি দান করে স্ত্রীর জীবন বাঁচিয়েছেন স্বামী। সোমবার সানার ইন্টারন্যাশনাল হাসপাতালে ৪৮ বছর বয়সী নরমতি সারা ধেঙ্গাকে তাঁর স্বামীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। দুই বছর আগে একটি দুর্ঘটনায় পায়ে গুরুতর চোট পান। ওষুধ খাওয়া ও অন্যান্য কারণে তার দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। তাকে ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
তিনি গত দুই বছর ধরে ডায়ালাইসিসে ছিলে৷, কিছু জটিলতার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে এবং তার স্বাস্থ্যেরও অবনতি হতে থাকে। তার অবিলম্বে কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। নরমতি সারা ধেঙ্গার স্বামী রাম কুমার থাপা স্ত্রীকে তাঁর কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সোমবার সফল কিডনি প্রতিস্থাপন হয়। কিডনি প্রতিস্থাপনের পর দুজনেই সুস্থ আছেন।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










