Uttarkashi Bus Accident: উত্তরাখণ্ডে যমুনা নদীর উপত্যকার খাদে উল্টে গেল বাস। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হিমাচল-উত্তরাখণ্ডের সীমান্তবর্তী এলাকা দামতায় এই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত এসডিআরএফও টিম৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
বাসের মধ্যে মধ্যপ্রদেশ থেকে আসা যাত্রীরা পান্না জেলার বাসিন্দা। তাঁরা যমুনোত্রী থেকে ফিরছিলেন৷ আহতদের অবস্থা সঙ্কটজনক। সকলকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুরালার এসএইচও অশোক কুমার জানিয়েছেন যে, বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আর কেউ আটকে আছে কিনা তার খোঁজ শুরু হয়েছে।
মর্মান্তিক দুর্ঘটনায় শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহত ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ঘটনার ওপর রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন নজর রাখছে।