লিভ ইন-এর আগে সাবধান! আজ থেকেই লাগু অভিন্ন দেওয়ানি বিধি

Uttarakhand to implement UCC today দেরাদুন: আজ, সোমবার থেকেই উত্তরাখণ্ড কার্যকর হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি। নয়া বিধি লাগু হওয়ার সঙ্গে…

Uttarakhand to implement UCC today

Uttarakhand to implement UCC today

দেরাদুন: আজ, সোমবার থেকেই উত্তরাখণ্ড কার্যকর হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি। নয়া বিধি লাগু হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, লিভ-ইন রিলেশন, সন্তান দত্তক নেওয়া থেকে সম্পত্তির উত্তরাধিকার নিয়ম ব্যাপক বদলে ঘটবে৷ স্বাধীন ভারতে এই প্রথম কোনও রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হচ্ছে। রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য একই আইন কার্যকর হবে। (Uttarakhand to implement UCC today)

মুখ্যমন্ত্রীর বক্তব্য Uttarakhand to implement UCC today

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেন, “ইউনিফর্ম সিভিল কোড সমাজে সাম্য প্রতিষ্ঠার জন্য একটি বড় পদক্ষেপ। এই আইনের মাধ্যমে ধর্ম, লিঙ্গ, জাতি কিংবা সম্প্রদায়ভিত্তিক বৈষম্য দূর হবে। আমরা ২০২২ সালের নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ তা পূর্ণ করছি।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ ও রাজ্য এখন একটি সেক্যুলার ও সমতার ভিত্তিতে পরিচালিত হবে।”

   

প্রধানমন্ত্রী মোদির ঐতিহাসিক মন্তব্যের পরেই উত্তরাখণ্ডে UCC বাস্তবায়নের কাজ শুরু হয়। গত বছরের ফেব্রুয়ারিতে রাজ্য বিধানসভায় UCC বিলটি পাস হয় এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তাঁর সম্মতি প্রদান করেন মার্চ ২০২৪ সালে। এর ফলে আজ থেকে এটি একটি পূর্ণাঙ্গ আইন হয়ে উঠছে।

ইউনিফর্ম সিভিল কোডের মূল বৈশিষ্ট্যসমূহ-

লিভ ইন সম্পর্ক-

উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধিতে যে নিয়মগুলি আনা হয়েছে, তার মধ্যে অন্যতম হল লিভ ইন সম্পর্কের জন্য রেজিস্ট্রেশন। ২১ বছরের কম বয়সীরা যদি লিভ-ইন সম্পর্কে থাকে, সেক্ষেত্রে অভিভাবকদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ভিনরাজ্যে বসবাসকারী উত্তরাখণ্ডের বাসিন্দাদের উপরও একই নিয়ম কার্যকর হবে।

যদি কেউ সম্পর্কের কথা না জানান বা প্রশাসনকে মিথ্যা তথ্য জমা দেন, তবে তিন মাসের জেল বা ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি ভোগ করতে হতে পারে। লিভ ইন সম্পর্কে শুরুর সঙ্গে সঙ্গে প্রশাসনকে সেই তথ্য জানাতে হবে। এক মাস দেরি হলেও মিলবে শাস্তি৷ তিন মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় সাজা একসঙ্গে দেওয়া হতে পারে৷ 

সম্পত্তির সমান অধিকার-

ইউসিসি ছেলে এবং মেয়ের জন্য সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করবে, কোনও জাতি বা সম্প্রদায়ের মধ্যে পার্থক্য করা হবে না৷

বিবাহ সংক্রান্ত বিধান-

বহু বিবাহ নিষিদ্ধ করা হবে এবং একবিবাহ (Monogamy) আইনসম্মত হবে। সমস্ত ধর্মের ক্ষেত্রেই বিবাহের জন্য পুরুষের বয়স ২১ ও নারীর বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে।

অবৈধ সন্তানদের অধিকার-

UCC আইনের অধীনে বৈধ এবং অবৈধ সন্তানদের মধ্যে কোনও পার্থক্য থাকবে না। সমস্ত সন্তানকে সমান সম্পত্তির অধিকার দেয়া হবে।

অপটিভ ও জীবিত সন্তানের সমতা-

দত্তক নেওয়া, সারোগেসি কিংবা প্রযুক্তিগত পদ্ধতিতে জন্ম নেওয়া সন্তানদের জন্যও সমান অধিকার নিশ্চিত করবে এই আইন

মৃত্যুর পর সম্পত্তি অধিকার-

ব্যক্তির মৃত্যুর পর তাঁর স্ত্রী, সন্তান এবং পিতামাতার মধ্যে সমানভাবে সম্পত্তি ভাগ করা হবে।

বিরোধী দলের আপত্তি
ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে বিরোধী দলগুলি বিভিন্ন মন্তব্য ও আপত্তি তুলেছে। তাঁদের দাবি, এটি বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুন্ন করতে পারে। তবে, মুখ্যমন্ত্রী ধামি এসব অভিযোগ অস্বীকার করে জানান, “এটি দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করবে, এবং সমাজে সমতা প্রতিষ্ঠায় সাহায্য করবে।”

নতুন সমাজের প্রতিষ্ঠায় এক পদক্ষেপ

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর উপস্থিতিতে ইউনিফর্ম সিভিল কোডের আইনগত দিকগুলো তুলে ধরা হবে। এর মাধ্যমে রাজ্যটি একটি নতুন সমাজের অভিমুখে অগ্রসর হবে, যেখানে ধর্ম, জাতি ও লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না।

Bharat: Uttarakhand implements Uniform Civil Code (UCC) from today. Major changes in marriage, divorce, live-in relationships, adoption, and property inheritance. First state in India to adopt UCC.