Uttarakhand: উত্তরকাশী থেকে পর্বতাভিযাত্রীদের দেহ ফিরবে, নৈহাটি-নিউ গড়িয়ায় শোক

যাবতীয় সরকারি প্রক্রিয়ার পর মৃত ৫ বাঙালি পর্যটক ও পর্বতারোহীর দেহ কলকাতায় পাঠানোর উদ্যোগ নিয়েছে (Uttarakhand) উত্তরাখণ্ড সরকার। বুধবার উত্তরকাশীতে পথ দুর্ঘটনার এই পাঁচ জনের…

accident in Uttarakhand

short-samachar

যাবতীয় সরকারি প্রক্রিয়ার পর মৃত ৫ বাঙালি পর্যটক ও পর্বতারোহীর দেহ কলকাতায় পাঠানোর উদ্যোগ নিয়েছে (Uttarakhand) উত্তরাখণ্ড সরকার। বুধবার উত্তরকাশীতে পথ দুর্ঘটনার এই পাঁচ জনের মৃত্যু হয়। মৃতদের তিনজন নিউ গড়িয়ার ও দু’জন নৈহাটির বাসিন্দা।

   

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, যে গাড়িতে করে তাঁরা যাচ্ছিলেন সেই গাড়িতে একটি গ্যাস সিলিন্ডার ছিল। সেটা ফাটতেই ঘটে বিপত্তি। বিস্ফোরণের জেরে খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় ৫ যাত্রী সহ চালকের মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা প্রত্যেকের দেহ ঝলসে গেছে। গাড়ির চালক আশীষ উত্তরাখণ্ডের বাসিন্দা।

মৃতদের নাম নীলেশ ভুঁইয়া, প্রদীপ দাস, মদন মোহন ভুঁইয়া, ঝুমুর ভুঁইয়া ও দেবমাল্য। সবাই কেদারতাল যাচ্ছিলেন। কেদারতাল জনপ্রিয় পর্বতাভিযান গন্তব্য। সেই পথে যাওয়ার পরিকল্পনা ছিল সবার। উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়ালের কাছে তাঁদের গাড়িতে থাকা সিলিন্ডার ফেটে যায়। এরপর গাড়িটি খাদে পড়ে।বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন৷ জ্বলন্ত অবস্থায় গাড়িটি খাদে পড়ে যায়৷ প্রত্যেকের দেহ উদ্ধার করা হয়েছে।