Uttar Pradesh : ভোটের ময়দানে সম্মুখ সমরে যেতে পারে ‘দেওর-বৌদি’

কারহাল (Uttar Pradesh) আসন থেকে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) ভোটে দাঁড়ানো নিশ্চিত। বিজেপির পক্ষ থেকেও এখনও প্রার্থীর নাম জানানো হয়নি। গুঞ্জন, সপা প্রধানের বিরুদ্ধে ভোটের…

Uttar Pradesh

কারহাল (Uttar Pradesh) আসন থেকে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) ভোটে দাঁড়ানো নিশ্চিত। বিজেপির পক্ষ থেকেও এখনও প্রার্থীর নাম জানানো হয়নি। গুঞ্জন, সপা প্রধানের বিরুদ্ধে ভোটের টিকিট দেওয়া হতে পারে তাঁর বৌদিকে।

কিছু দিন আগেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন অপর্ণা যাদব। তিনি মুলায়ম সিং যাদবের ছোটো বৌমা। সম্পর্কে অখিলেশের বৌদি। অখিলেশ অপর্ণার দেওয়ার। বিজেপির পক্ষ থেকে কারহালের প্রার্থীর ঘোষণা না করা পর্যন্ত ‘দেওর-বৌদি’র সম্মুখ সমরের আলোচনা জারি থাকছে।

   

অপর্ণার পারিবারিক এক আত্মীয় এ প্রসঙ্গে কথা বলেছেন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে। তিনি মনে করছেন অন্তত সৌজন্যের খাতিরে অখিলেশের বিরুদ্ধে হয়তো ভোটের ময়দানে নামানো হবে না অপর্ণাকে। কারণ তাতে যাদব পরিবারে শান্তি ভংগ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছি। অপর্ণার আত্মীয় অবশ্য এও বলেছেন যে বিজেপি যদি চায় অখিলেশের বিরুদ্ধে অপর্ণা লড়ুক, তাহলে হয়তো সেটাই হবে।

উত্তর প্রদেশে ভোট সাত দফার ভোট হবে যথাক্রমে ফেব্রুয়ারির ১০, ১৪, ২০, ২৩, ২৭, এবং ৩ ও ৭ মার্চ। কারহাল বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে। যদিও মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে। এখানে ১৯৯৩ সাল থেকে এখনও পর্যন্ত সমাজবাদী পার্টি তাদের ঘাঁটি অক্ষত রাখতে পেরেছে। ২০০২ সালে, মাত্র একবার এই আসনে পরাজিত হয়েছিল সমাজবাদী পার্টি। ১০ মার্চ ভোট গণনা হবে।