নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, মৃত চার, আহত বহু

লখনউ: উত্তরপ্রদেশের লখনউতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার কাকোরি এলাকায় দুর্ঘটনাটি ঘটে৷ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাস৷ এই ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন…

Uttar Pradesh bus accident

লখনউ: উত্তরপ্রদেশের লখনউতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার কাকোরি এলাকায় দুর্ঘটনাটি ঘটে৷ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাস৷ এই ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে৷

আহতদের চিকিৎসা চলছে

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। গুরুতর জখম যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে প্রশাসন।

   

মহারাষ্ট্রে দুর্ঘটনা Uttar Pradesh bus accident

এর আগে সোমবার গভীর রাতে মহারাষ্ট্রের শাহাপুর তালুকায় সমৃদ্ধি মহাসড়কে ঘটে আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনা। সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায় আরেকটি ট্রাক, যাতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক ও ক্লিনার।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নাগপুর থেকে মুম্বই অভিমুখে আসা ট্রাকটির চালক ঘুমিয়ে পড়েছিলেন। সেই অবস্থাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে, চলন্ত ট্রাকের লোহার অ্যাঙ্গেল গিয়ে ঢুকে পড়ে কেবিনে। মুহূর্তের মধ্যেই মৃত্যু হয় চালক এবং ক্লিনারের।

Advertisements

একই সপ্তাহে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে একের পর এক দুর্ঘটনায় হতাহত হওয়ায় প্রশ্ন উঠছে সড়ক নিরাপত্তা নিয়ে। বিশেষজ্ঞদের মতে, যানবাহন চালানোর সময় ক্লান্তি ও বেপরোয়া গাড়ি চালানোই এমন দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Bharat: A tragic bus accident in Lucknow, Uttar Pradesh, leaves four dead and many injured after the vehicle overturned. This follows a fatal truck crash in Maharashtra, raising serious concerns about India’s road safety.