মার্কিন ভিসায় আরও কড়াকড়ি, ভারতীয়দের জন্য বন্ধ হল বিদেশে দ্রুত অ্যাপয়েন্টমেন্টের রাস্তা

মার্কিন যুক্তরাষ্ট্রের নন-ইমিগ্রান্ট ভিসা (NIV) সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনল ওয়াশিংটন। এখন থেকে আবেদনকারীদের নিজস্ব নাগরিকত্বের দেশ বা আইনি বাসস্থানের দেশেই ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।…

US visa interview rules

মার্কিন যুক্তরাষ্ট্রের নন-ইমিগ্রান্ট ভিসা (NIV) সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনল ওয়াশিংটন। এখন থেকে আবেদনকারীদের নিজস্ব নাগরিকত্বের দেশ বা আইনি বাসস্থানের দেশেই ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ফলে তৃতীয় দেশে গিয়ে দ্রুত ইন্টারভিউ দেওয়ার যে সুযোগ এতদিন কার্যকর ছিল, তা আর রইল না।

ভারতের উপর প্রভাব

ভারতের ক্ষেত্রে এর প্রভাব সবচেয়ে প্রকট হবে। এতদিন যাঁরা জরুরি প্রয়োজনে, ব্যবসায়িক সফর, পারিবারিক অনুষ্ঠান বা পর্যটন ভিসার জন্য, দুবাই, ব্যাংকক কিংবা ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে তুলনামূলক দ্রুত সাক্ষাৎকারের সময় পেতেন, তাঁদের সামনে আর সেই দরজা খোলা নেই। কোভিড-১৯ মহামারীর সময় ভারতে ভিসার অপেক্ষার সময়সীমা প্রায় তিন বছর ছুঁয়ে গিয়েছিল। সেই চাপ সামলাতেই একসময় তৃতীয় দেশে সাক্ষাৎকারের অনুমতি দিয়েছিল আমেরিকা। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতিতে সেই ব্যতিক্রম তুলে নেওয়া হয়েছে।

   

কাদের উপর প্রভাব US visa interview rules

ভিসা বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন কেবল পর্যটক নয়, ব্যবসায়ী, গবেষক, ছাত্রছাত্রী, এমনকি মার্কিন নাগরিকদের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হতে চলা আবেদনকারীদের পরিকল্পনাতেও বড় জটিলতা তৈরি করবে। The Visa Code–এর প্রতিষ্ঠাতা গ্নানামূকান সেন্টুরজোতি মন্তব্য করেছেন, “যাঁরা ইতিমধ্যেই ইউরোপ, এশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশে গিয়ে শিক্ষার্থী (F-1), পর্যটক (B1/B2) বা কর্মসংস্থানের ভিসার নবীকরণে আবেদন করেছিলেন, তাঁদের নতুন কাঠামো মেনে আবার আবেদন করতে হবে।”

মার্কিন সফরের পরিকল্পনা আগে থেকেই গুছিয়ে নিতে হবে

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মার্কিন সফরের পরিকল্পনা এখন থেকে আরও আগে থেকেই গুছিয়ে নিতে হবে। দীর্ঘ প্রতীক্ষা ও অতিরিক্ত আমলাতান্ত্রিক প্রক্রিয়াকে ভ্রমণ পরিকল্পনায় ধরতে না পারলে ভিসা সংক্রান্ত সমস্যায় পড়তে হবে। ফলে বহু ভারতীয় ভ্রমণকারীকে হয় সফরসূচি পাল্টাতে হবে, নতুবা বিকল্প গন্তব্য বেছে নিতে হবে।

Advertisements

কূটনৈতিক মহলে অনেকে মনে করছেন, এই পদক্ষেপ আসলে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি ভিসা নীতিরই অঙ্গ। বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ভ্রমণ ও কাজের গন্তব্য আমেরিকা, কিন্তু নতুন নিয়মে সেখানে পৌঁছনোর পথ আরও কঠিন হয়ে উঠল।