নয়াদিল্লি: ভারতের একাধিক কর্পোরেট কর্তা ও ব্যবসায়ীর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল আমেরিকা৷ ফেন্টানিল উৎপাদন ও পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের কিছু ব্যবসায়ী ও কর্পোরেট কর্তাদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করা হয়েছে।
মার্কিন ভিসা বন্ধ
মার্কিন দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স জর্গান অ্যান্ড্রুজ এক বিবৃতিতে বলেন, “অবৈধ মাদক উৎপাদন ও পাচারের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য মার্কিন ভিসা আর খোলা থাকবে না। আমেরিকান নাগরিকদের সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার।” তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নির্দেশে মাদক চক্র রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কোন সংস্থা বা কারা এই তালিকায় রয়েছেন, তা স্পষ্ট করেনি মার্কিন দূতাবাস। তবে জানানো হয়েছে, আবেদনকারীরা যখনই ভবিষ্যতে ভিসার জন্য চেষ্টা করবেন, সিস্টেমে তাঁদের নাম ‘ফ্ল্যাগ’ হয়ে যাবে।
এফবিআই-এর সরাসরি সহযোগিতা
এই পদক্ষেপে বড় ভূমিকা নিয়েছে এফবিআই নিউ ইয়র্ক। সংস্থার বক্তব্য, “ভারতে কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণ মিলেছে যে তাঁরা ফেন্টানিল প্রিকর্সারের অবৈধ পাচারের সঙ্গে যুক্ত। ভিসা বাতিলের এই সিদ্ধান্ত আমেরিকায় প্রাণঘাতী মাদকের প্রবাহ রুখতে কার্যকরী ভূমিকা নেবে।”
এফবিআই আরও স্পষ্ট করেছে, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ফেন্টানিল সংকট মোকাবিলা সম্ভব নয়। ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সংস্থাটি বলেছে, “দুই দেশ একসঙ্গে কাজ করলেই কেবল এই সীমান্তছাড়া বিপদকে রোখা সম্ভব হবে।”
ফেন্টানিল বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যতম বড় জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। তাই ভারতীয় কর্পোরেটদের বিরুদ্ধে ভিসা-নিষেধাজ্ঞা কূটনৈতিক বার্তাও বটে, মাদক চক্রে যুক্ত থাকলে রেহাই নেই।