১০৪ জন অবৈধ অভিবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল মার্কিন বিমান

অমৃতসর: প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পরই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরানোর কাজ শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ বুধবার সে দেশ থেকে ১০৪ জন অভিবাসী ভারতীয়কে…

US Plane Carrying Indian Immigrants Lands at Amritsar Airport

অমৃতসর: প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পরই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরানোর কাজ শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ বুধবার সে দেশ থেকে ১০৪ জন অভিবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরের মাটি ছুঁল মার্কিন সেনার বিমান। মঙ্গলবার টেক্সাস থেকে উড়ান দিয়েছিল বিমানটি।

আমেরিকার বিমান অবতরণের পর যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে আগাম সতর্ক করে দেওয়া হয়েছিল পঞ্জাব পুলিশকে। কড়া নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয় গোটা অমৃতসর বিমানবন্দর। সূত্রের খবর, প্রথম দফায় ১০৪ জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। এই ১০৪ জন ভারতীয়ের মধ্যে রয়েছে ১৩ টি শিশু৷ পরবর্তীতে ধাপে ধাপে আমেরিকায় অবৈধ ভাবে বসবাসকারী ভারতীয়কে দেশে পাঠানো হবে৷ 

   

বুধবার দুপুর ২টো নাগাদ মার্কিন সেনার বিমানটি শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা। ১০৪ জনের মধ্যে ৭৯ জন পুরুষ ও ২৫ জন মহিলা।

বিমানটিতে যাত্রীরা মূলত হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং চণ্ডীগড়ের বাসিন্দা৷ বেশিরভাগ অভিবাসীকে মার্কিন-মেক্সিকো সীমান্তে আটক করা হয়েছিল। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছিলেন।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যক্তিরা ভারতীয় অপরাধী নন। তারা বৈধভাবে দেশ ছাড়লেও, অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তাদের বিরুদ্ধে ভারতীয় আইনে কোনো অভিযোগ নেই। যদি পাসপোর্ট না থাকে, তাদের বায়োমেট্রিক্সের মাধ্যমে শনাক্ত করা যাবে।

পাঞ্জাবের এনআরআই বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল এই বহিষ্কারকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ব্যক্তিরা দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন, তাদের স্থায়ী বাসস্থান দেওয়া উচিত ছিল। তিনি জানান, আগামী সপ্তাহে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।

ধালিওয়াল আরও বলেন, অনেক ভারতীয় কাজের অনুমতিপত্র নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা অবৈধ অভিবাসী হয়ে পড়েছেন।

Advertisements

এদিকে, পাঞ্জাবের প্রাক্তন ডিজিপি শশীকান্ত এই বহিষ্কারকে “কূটনৈতিক রাজনৈতিক চাল” হিসেবে অভিহিত করেছেন এবং তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্প তার শাসনকাল শুরুর দিন থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছিলেন। মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) ১.৫ মিলিয়ন অবৈধ অভিবাসীকে চিহ্নিত করেছে, যাদের মধ্যে প্রায় ১৮,০০০ ভারতীয় নাগরিক।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৭২৫,০০০ অবৈধ ভারতীয় অভিবাসী বসবাস করছেন। এটি মেক্সিকো এবং এল সালভাদরের পর তৃতীয় বৃহত্তম অবৈধ অভিবাসী জনগণ।

পেন্টাগন ইতিমধ্যেই ৫,০০০ অভিবাসীকে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যারা বর্তমানে টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে আটকে আছেন।