কেন বিশেষ ট্রাম্প-মোদীর সম্পর্ক জানালেন মার্কিন দূতপদপ্রার্থী

মার্কিন রাষ্ট্রদূত মনোনীত সার্জিও গোর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন চললেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Trump-Modi) ব্যক্তিগত সম্পর্ককে বর্ণনা…

US Envoy Nominee Calls Trump-Modi Friendship ‘Unique’ Despite Strained Ties”

মার্কিন রাষ্ট্রদূত মনোনীত সার্জিও গোর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন চললেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Trump-Modi) ব্যক্তিগত সম্পর্ককে বর্ণনা করলেন “অনন্য” হিসেবে। তাঁর বক্তব্যে উঠে এল, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কখনও কখনও ভারতের নীতি বা অবস্থান নিয়ে কড়া মন্তব্য করলেও, নরেন্দ্র মোদীর প্রতি তিনি সবসময়ই আলাদা সম্মান ও প্রশংসা দেখিয়েছেন।

সম্প্রতি মার্কিন সিনেটের বিদেশ বিষয়ক কমিটিতে নিজের কনফার্মেশন শুনানিতে বক্তব্য রাখতে গিয়ে সার্জিও গোর বলেন, “ট্রাম্প-মোদীর (Trump-Modi সম্পর্ক সত্যিই অসাধারণ। দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কিছু বাধা-বিপত্তি থাকলেও দুই নেতার মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং আস্থা একেবারেই আলাদা।”

   

আরও উল্লেখ করেন, যখনই ট্রাম্প ভারতের কিছু পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন, তখনও তিনি মোদীর ব্যক্তিগত নেতৃত্বের প্রশংসা করতে ভোলেননি। তাঁর মতে, এই বন্ধুত্বের ভিত্তিই হলো পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা, যা শুধু কূটনৈতিক নয়, বরং ব্যক্তিগত সম্পর্কের ওপরও প্রতিষ্ঠিত।

Advertisements

গোর দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাই তাঁর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। অনেকের মতে, যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে বর্তমানে যে টানাপোড়েন চলছে— বাণিজ্যনীতি, ভিসা সমস্যা কিংবা কৌশলগত কিছু ইস্যু— তার মধ্যেও গোরের বক্তব্য দুই দেশের সম্পর্ককে নতুন বার্তা দিচ্ছে।