নয়াদিল্লি: আমেরিকার মসনদে পালা বদল হতেই খাড় নেমে এসেছে অবৈধবাসীদের উপরে৷ বেছে বেছে বেআইনি ভাবে সে দেশে থাকা মানুষদের নিজেদের দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন৷ গত ৫ ফেব্রুয়ারি অবৈধবাসীদের নিয়ে মার্কিন সেনার প্রথম বিমানটি ভারতে এসে পৌঁছায়। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত৷ কারণ ওই বিমানে থাকা সকলের হাতে ছিল হাতকড়া, পায়ে শিকলের বেড়! সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষক বৈঠকে এই প্রসঙ্গ নিয়েও আলোচনা করেন তিনি। এর পরেই আমেরিকা থেকে অবৈধবাসী বিতাড়নের ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি নিল আমেরিকা। দ্বিতীয় বিমানটিতে থাকা অবৈধবাসী ভারতীয়দের মধ্যে মহিলা ও শিশুদের ছাড় দেওয়া হল৷ তবে হাতকড়া পড়ানো হল পুরুষদের হাতে৷
গত ৫ ফেব্রুয়ারি আমেরিকায় থাকা অবৈধবাসীদের নিয়ে অমৃতসরে নেমেছিল মার্কিন সেনার প্রথম বিমান। অভিযোগ, বিমানের মধ্যে হাতে হাতকড়া ও পায়ে শেকল বেঁধে নিয়ে আসা হয়েছিল অবৈধবাসী ১০৪ ভারতীয়কে। তাঁদের সঙ্গে বিমানবন্দরে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ জানিয়েছিলেন অনেকে। শনিবার রাতে দ্বিতীয় দফায় ১১৯ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে অবতরণ করে আমেরিকার সেনাবাহিনীর বিমান। তবে দাবি, দ্বিতীয় দফায় ১১৯ জনকে আগের মতো ফেরানো হয়নি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দ্বিতীয় বারে ভারতের ফেরা অবৈধবাসীদের মধ্যে মহিলা ও শিশুদের হাতকড়া বা শেকল দেওয়া হয়নি৷ যদিও কোনও অংশে ছাড় পাননি পুরুষেরা৷
জানা গিয়েছে, দ্বিতীয় দফার দেশে ফেরা ১১৯ অবৈধবাসীর মধ্যে ৬৫ জনই পঞ্জাবের বাসিন্দা। ৩৩ জন হরিয়ানার, আটজন গুজরাতের, দু’জন উত্তরপ্রদেশের, দু’জন গোয়ার, দু’জন মহারাষ্ট্রের, দু’জন রাজস্থানের৷ দেশে ফেরেন হিমাচল প্রদেশের এক জন এবং জম্মু ও কাশ্মীরের এক জন বাসিন্দা৷