খালিস্তানি নেতা হত্যার চক্রান্তের অভিযোগে অজিত ডোভালদের তলব মার্কিন আদালতের

মার্কিন (USA) মুলুকে খালিস্তানি নেতা গুরপবন্ত সিং পান্নুনকে হত্যা করতে চেয়েছিল ভারত। এই মর্মেই এবার মোদী সরকারের প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ আরও তিনজনকে তলব…

Us Court summons NSA Ajit doval and ex raw chief on khalistani leader conspiracy

মার্কিন (USA) মুলুকে খালিস্তানি নেতা গুরপবন্ত সিং পান্নুনকে হত্যা করতে চেয়েছিল ভারত। এই মর্মেই এবার মোদী সরকারের প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ আরও তিনজনকে তলব করল মার্কিন (USA) আদালত। তবে এই বিষয় বিদেশমন্ত্রকের দাবি, “মামলাটি অযৌক্তিক, ভিত্তিহীন। এর পেছনে কোনও পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই। তাছাড়া যেই ব্যক্তি এই মামলাটি করেছেন তাঁর ইতিহাস, কার্যকলাপ সকলেই অবহিত।” 

ভোটের মুখে মোদীকে স্মরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উৎসাহী ট্রাম্প

   

আমেরিকার (USA) নিউইউর্কের একটি জেলা আদালতের তরফে জারি করা নোটিশে অজিত ডোভাল, প্রাক্তন ‘র’ কর্তা সামন্ত গোয়েল, বিক্রম যাদব ও নিখিল গুপ্তা সহ একাধিক ভারত সরকারের একাধিক কর্তা-ব্যক্তিকে তলব করা হয়েছে। তবে এই মার্কিন আদালতের নোটিশে ভারত সরকার কতটা আমল দেয় সেটাই দেখার।

সময়মতো এই তিনটি ভুল সংশোধন না করলে হারাবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কিস্তি

কারণ, পান্নুনের এই সংগঠনটি দীর্ঘদিন ধরেই ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত। যা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। বহুদিন ধরেই এই দাবিতেই সরব ভারত সরকার। গতবছর কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার পর থেকেই পান্নুনকেও হত্যার চেষ্টা করেছিল ভারত।

NPS বাৎসল্য যোজনা কি? জানুন কিভাবে এই স্কিম আপনার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে

এই ইস্যুতে গত বছর থেকেই ভারতের ওপর চাপ বাড়িয়েছে আমেরিকা। এবার মার্কিন আদালতে অজিত ডোভালদের তলব আসলে ভারতের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর উদ্দেশেই করছে ওয়াশিংটন। এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।