কড়া পদক্ষেপ UPSC-র, ট্রেনি IAS পূজার বিরুদ্ধে এফআইআর, খোয়াতে পারেন চাকরি

ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ইউপিএসসি। শুক্রবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, পূজার বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করছে…

UPSC files case against Puja Khedkar for fraud moves to cancel candidature

ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ইউপিএসসি। শুক্রবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, পূজার বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করছে ইউপিএসসি। ২০২২ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষায় তাঁর প্রার্থীপদ বাতিল এবং আগামিদিনে যাতে কোনও পরীক্ষার বসতে না দেওয়া হয়, সেজন্য শোকজ নোটিস দর্শানো হয়েছে। তাঁর প্রার্থী পদও বাতিল করা হতে পারে। সেখানেই শেষ নয়, শাস্তি হিসাবে আগামিদিনে যাতে পূজা খেদকর আর কোনও পরীক্ষায় বসতে না পারেন, তার জন্যও পদক্ষেপ করেতে পারে ইউপিএসসি।

   

অভিযোগ, ব্যক্তিগত অডি গাড়িতে নীলবাতি ব্যবহার করতেন পুণের সহকারী জেলা কালেক্টর পূজা। জেলা শাসক যখন থাকতেন না, তখন তাঁর চেম্বারের অংশ দখল করে নিতেন। যে সব দাবি করতেন, যা তাঁর পদের অফিসারদের দেওয়া হয় না। সিনিয়ররা যে সুযোগ-সুবিধা পেতেন, সেগুলিও তাঁকে দিতে হবে বলে হুজ্জতি করতেন। এইসবের পর সংস্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পূজার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। তাঁকে ভাশানে বদলি করা হয়।

‘ফ্যাশন প্যারেড চলছে?’ নেকব্যান্ড ছাড়া আদালত কক্ষে ঢোকায় আইনজীবীকে ভর্ৎসনা প্রধান বিচারপতির!

এরপরই তদন্তে নামে প্রশাসন। নজরে আসে, প্রতিবন্ধকতার ভুয়ো সার্টিফিকেট দিয়ে আইএএসের চাকরি বাগিয়ে নিয়েছিলেন পূজা।

অভিযোগের তদন্তে নেমে ইউপিএসসির তরফে জানানো হয়েছে, পূজা খেদকর বাবার নাম, মায়ের নাম, ছবি, স্বাক্ষর, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং ঠিকানা বদলের মাধ্যম নিজের পরিচয় গোপন করেছেন। ফলে তাঁর বিরুদ্ধে ২০২২ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষার নিয়ম মেনে একাধিক পদক্ষেপ করা হতে পারে।