SIR ইস্যুতে হট্টগোল, কণ্ঠভোটে পাস মণিপুরের দুই বিল

সোমবার রাজ্যসভায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই মণিপুর অ্যাপ্রোপ্রিয়েশন বিল, ২০২৫ ও মণিপুর (Manipur) পণ্য ও পরিষেবা কর (সংশোধন) বিল, ২০২৫ কণ্ঠভোটে…

Rajya Sabha and Lok Sabha sessions adjourned to stop debate

সোমবার রাজ্যসভায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই মণিপুর অ্যাপ্রোপ্রিয়েশন বিল, ২০২৫ ও মণিপুর (Manipur) পণ্য ও পরিষেবা কর (সংশোধন) বিল, ২০২৫ কণ্ঠভোটে পাস করে লোকসভায় ফেরত পাঠানো হয়।

সংক্ষিপ্ত বিতর্ক শেষে পাস হওয়া মণিপুর অ্যাপ্রোপ্রিয়েশন বিল ২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজ্যের একত্রিত তহবিল থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ ও ব্যয়ের অনুমোদন দেয়। অন্যদিকে, মণিপুর পণ্য ও পরিষেবা কর (সংশোধন) বিলটি GST কাউন্সিল অনুমোদিত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এবং পূর্ববর্তী অধ্যাদেশকে প্রতিস্থাপন করবে।

   

বিতর্ক চলাকালীন বিরোধী সাংসদরা স্লোগান দিতে দিতে উচ্চকক্ষে প্রবেশ করেন। এর আগে তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরে মিছিলের সময় আটক হন। বিরোধীরা বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গেকে বক্তব্যের সুযোগ দেওয়ার দাবি জানায় এবং বিহারে চলমান SIR প্রক্রিয়ার বিরোধিতা করেন।

Advertisements

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বিরোধীদের সমালোচনা করে জানান, মণিপুরের বাজেট ও GST বিল উত্থাপনের সময় তারা শুধু অন্য বিষয়ে প্রতিবাদই করছে না, বরং এর বিরুদ্ধেও ভোট দিচ্ছে।
ভোটগ্রহণে বিরোধী সাংসদদের অনেকেই ‘না’ বলেন, তবে বিল দুটি শেষ পর্যন্ত কণ্ঠভোটে পাস হয়।