Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠা বাতিল চেয়ে জনস্বার্থ মামলা

২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব বাতিল করা হোক। এই আর্জি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল বুধবার। জানা গেছে, এই…

Ram Mandir

২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব বাতিল করা হোক। এই আর্জি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল বুধবার। জানা গেছে, এই মামলা দায়ের করেছেন উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ভোলা দাস। মামলাকারী ভোলা দাস বলেন, যেহেতু চার শঙ্করাচার্য রাম মন্দিরের (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠা উৎসব বয়কট করেছেন, অতএব এই অনুষ্ঠান অবিলম্বে বাতিল করা উচিত।

ভোলা দাসের কথায়, ‘২২ জানুয়ারি অযোধ্যায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্মীয়মাণ একটি মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই উৎসবে পৌরহিত্য করবেন। কিন্তু, এই অনুষ্ঠান নিয়ে আপত্তি তুলেছেন চার শঙ্করাচার্য। পৌষ মাসে কোনও ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় না। তার উপর মন্দির এখনও সম্পূর্ণ নির্মাণ হয়নি। এর মধ্যে রামলালা কেন কোনও মূর্তিরই প্রাণ প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়।’

   

মামলাকারীর আরও দাবি, এই প্রাণ প্রতিষ্ঠা উৎসব সনাতন ধর্মের নিয়মের বিরুদ্ধে। এদিকে, বিরোধীদের অভিযোগ, BJP-RSS এই রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানকে লোকসভা ভোটের হাতিয়ার করে তুলেছে।

চার শঙ্কারাচার্যের বক্তব্যকে হাতিয়ার করে আসরে নেমে পড়েন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, ‘আমাদের শঙ্করাচার্যরাও এই অনুষ্ঠান বয়কট করেছেন। ফলে বোঝাই যাচ্ছে রাম মন্দিরের উদ্বোধনে অংশ না নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। BJP এবং RSS এই অনুষ্ঠানে রাজনৈতিক রং লাগিয়েছে। সনাতন ধর্মের সবচেয়ে উপরে স্থান প্রাপ্ত শঙ্করাচার্যরাও এ কারণে মন্দিরে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন।’

দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজের অভিযোগ, ‘BJP দেশের দুই তৃতীয়াংশ জনগণকে ভগবান রামের থেকে দূরে সরিয়ে রেখেছে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে একটি রাজনৈতিক ট্যাগ লাগানো হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা করার নির্দিষ্ট কিছু রীতি রয়েছে। এটি যদি ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে, তবে কেন তা চার শক্তিপীঠের শঙ্করাচার্যদের তত্ত্বাবধানে হচ্ছে না? চারজন শঙ্করাচার্য স্পষ্টভাবে জানিয়েছেন, নির্মীয়মাণ মন্দিরে কখনওই ভাগবান রামের প্রাণ প্রতিষ্ঠা সম্ভব নয়। ফলে এই অনুষ্ঠানটি ধর্মীয় নয়, সম্পূর্ণরূপে রাজনৈতিক।’ রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উৎসব সনাতন হিন্দু ধর্মের রীতি মেনে হচ্ছে না। স্পষ্টভাবে এ কথা জানিয়েছেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী।