দুই দশক আগে মার্কিন সিল কমান্ডোদের হাতে নিহত হন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন (Osama Bin Lden)। যদিও উত্তরপ্রদেশের (Uttarpradesh) ফারুখাবাদের একজন সরকারী কর্মচারী এই জঙ্গি লাদেনের অন্ধ ভক্ত এবং তার সরকারী বাড়িতে ওসামা বিন লাদেনের একটি ছবি অবধি লাগিয়েছেন। সেই ছবি পোস্ট অবধি করেছেন সোশ্যাল মিডিয়ায় যা বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে।
ওই ব্যক্তি বলেছেন, তিনি বিন লাদেনের নীতির বড় ভক্ত। এখানে বিদ্যুৎ বিভাগে নিযুক্ত এসডিও রবীন্দ্র প্রকাশ গৌতম লাদেনকে বিশ্বের সেরা ইঞ্জিনিয়ার বলে অভিহিত করেছেন। এদিকে তাঁকে নিয়ে আলোচোনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ওসামা বিন লাদেনের ছবি সরিয়ে এসডিও-কে সাসপেন্ড করা হয়েছে। এসডিও-র বাড়িতে বিন লাদেনের ছবি ভাইরাল হওয়ার পর সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বিদ্যুৎ সরকারের কাছে এই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। তবে এসডিও এখনও বিন লাদেনকে নির্লজ্জভাবে বর্ণনা করছেন। লাদেনের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত বিবৃতিও দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে তৎপর হয় জেলা প্রশাসন।
গৌতমের বাড়ির বাইরে লাদেনের ছবিতে লেখা রয়েছে, ‘শ্রদ্ধেয় ওসামা বিন লাদেন, বিশ্বের সেরা ইঞ্জিনিয়ার’৷ এসডিও রবীন্দ্র প্রকাশ বিন লাদেনকে নিজের আইডল বলে একটা বিতর্ক তৈরি করেছিলেন। এই বিতর্ক মোড় নিতেই রবীন্দ্র প্রকাশ গা ঢাকা দিয়েছেন, এখন সেই ছবিও সরিয়ে ফেলা হয়েছে।