UP: প্রয়াগরাজে ৫ জনকে পাথর ছুড়ে খুন

উত্তরপ্রদেশের (UP) প্রয়াগরাজে (এলাহাবাদ) একই পরিবারের ৫ জনকে পাথর ছুঁড়ে খুনের অভিযোগ। বিজেপি শাসিত রাজ্যে ফের আইন শৃঙ্খলার অবনতি।     দু সপ্তাহের মধ্যে দুবার বিরাট…

short-samachar

উত্তরপ্রদেশের (UP) প্রয়াগরাজে (এলাহাবাদ) একই পরিবারের ৫ জনকে পাথর ছুঁড়ে খুনের অভিযোগ। বিজেপি শাসিত রাজ্যে ফের আইন শৃঙ্খলার অবনতি।

   

দু সপ্তাহের মধ্যে দুবার বিরাট হত্যাকাণ্ড প্রয়াগরাজে। পরপর যেভাবে পরিবার ধরে ধরে খুন চলতে তাকে প্রশাসন চিন্তিত। দুটি পৃথক হত্যাকাণ্ডের দুই পরিবার মিলিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

এবারের ঘটনা প্রয়াগরাজের খেবরাজপুর গ্রামে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, শিশু সহ মোট পাঁচ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। তবে তদন্তে আরও আসছে পাথর দিয়ে আঘাত করার সূত্র। নিহত সবাই একই পরিবারের। কী কারণে এমন খুন হলো তার সূত্র খুঁজছে পুলিশ।

ঠিক গত সপ্তাহে প্রয়াগরাজে এরকমই একটি পরিবারের সবাইকে খুনের ঘটনা ঘটে। নবাবগঞ্জের খাগলপুরে চারজনকে খুন করা হয়।

পরপর এমন খুন কি কোনও সিরিয়াল কিলারের? উঠছে এই প্রশ্ন। কী উদ্দেশ্যে খুন চলছে তার হদিস পেতে চাইছে পুলিশ। এদিকে পরপর ভয়ানক খুনের জেরে রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনে উত্তর প্রদেশের আইন শৃঙ্খলা নিয়ে ভুরিভুরি অভিযোগ ওঠে।