UP Election 2022: অযোধ্যা ধুন্ধুমার, চলেছে গুলি

রাজনৈতিক সংঘর্ষে তীব্র উত্তপ্ত বিতর্কিত ও স্পর্শকাতর অযোধ্যা। বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে সংঘর্ষে দেদার গুলি চলেছে বলে অভিযোগ। দুপক্ষ পরস্পরকে হামলায় অভিযুক্ত। UP Election…

Breaking News kolkata24x7

short-samachar

রাজনৈতিক সংঘর্ষে তীব্র উত্তপ্ত বিতর্কিত ও স্পর্শকাতর অযোধ্যা। বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে সংঘর্ষে দেদার গুলি চলেছে বলে অভিযোগ। দুপক্ষ পরস্পরকে হামলায় অভিযুক্ত। UP Election 2022

   

অযোধ্যা জুড়ে জারি হয়েছে সতর্কতা। সর্বাধিক উত্তপ্ত এলাকা অযোধ্যার গোঁসাইগঞ্জ বিধানসভা এলাকা। এখানকার সমাজবাদী পার্টির প্রার্থীকে অভয় সিংকে গ্রেফতার করা হয়েছে।

বিজেপি ও সমাজবাদী পার্টির সমর্থকদের প্রচার চলছিল শুক্রবার। গোঁসাইগঞ্জের মহারাজগঞ্জ এলাকা বিজেপি ও সপা সমর্থকদের প্রচার গাড়ি মুখোমুখি হয়ে যায়। উত্তেজিত দুই দলের সমর্থকরা পরস্পরের দিকে তেড়ে যান। শুরু হয় গুলি চালানো। এর জেরে রাতভর উত্তপ্ত অযোধ্যা।

গোঁসািগঞ্জের বিজেপির প্রার্থী আরতি তিওয়ারির সমর্থকদের অভিযোগ বাহুবলী নেতা অভয় সিংয়ের তরফ থেকে গুলি চলেছে। সমাজবাদী পার্টি অভিযোগ উড়িয়ে দেয়। রাতভর অযোধ্যা জুড়ে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে বিভিন্ন এলাকায়। শনিবার খুব ভোরে সপা প্রার্থী অভয় সিংকে গ্রেফতার করে পুলিশ। এর জেরে নতুন করে উত্তপ্ত অযোধ্যা।