জনমত সমীক্ষায় বিশ্বাস নেই। বহু আসনে বিজেপি কারচুপি করতে তৈরি হয়েছে। আমিও তৈরি। জানিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ টিকায়েত। তাঁর আহ্বানে উত্তর প্রদেশের কৃষকরা বিভিন্ন গণনা (UP Election 2022) কেন্দ্রের আসেপাশে সকাল থেকে জমায়েত করতে শুরু করেছেন। পরিস্থিতি গুরুতর হতে চলেছে। আশঙ্কা, যে কোনও সময় কৃষক ও সমাজবাদী পার্টি, কংগ্রেস সহ অবিজেপি দলগুলি বনাম বিজেপি সমর্থকদের সংঘর্ষ তৈরি হতে পারে।
উত্তর প্রদেশের ভোট পরবর্তী জনমত সমীক্ষার প্রায় সবগুলিতেই বিজেপির ক্ষমতায় ফেরার সম্ভাবনা দেখানো হয়েছে। বিরোধী আসনে থাকছে সমাজবাদী পার্টি। সমীক্ষা বের হবার পর থেকে রাজনৈতিক হাওয়া গরম।
কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জারি হয়েছে গ্রামাঞ্চল ভিত্তিক সতর্কতা। এতে বলা হয়েছে ভোট গণনার সময় ইভিএম কারচুপি করতে মরিয়া বিজেপি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর কৃষক নেতা রাকেশ টিকায়েত বলছেন গণনা কেন্দ্রের বাইরেই কৃষকরা পাহারা দেবেন।
টিকায়েতর দাবি, রাজ্যে কম করেও ৭৫টি আসনে কারচুপি করতে চলেছে বিজেপি। এই সব আসনের গণনাকেন্দ্রে যাতে সন্দেবভাজন কেউ না আসে তার জন্য কৃষকরা তৈরি।
বিজেপির দাবি জনতার রায় যেদিকে সেটাই মানা হবে। বিজেপি ভোট কারচুপিতে বিশ্বাস করেনা। উত্তর প্রদেশবাসী যোগী আদিত্যনাথের উপর ভরসা করেন।
এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব জানান, বিজেপি বহু আসনে কারচুপি করবে। পরিকল্পিত গণনা দুর্নীতি চালাতে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব প্রস্তুতি নিয়েছেন। অখিলেশের মন্তব্য নিয়ে প্রবল আলোড়ন লখনউয়ের রাজনৈতিক মহল। এমনকি নয়াদিল্লির রাজনৈতিক মহলেও আলোড়ন পড়েছে।