UP: ফকিরদের জঙ্গি চিহ্নিত করে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করায় প্রবল বিতর্ক

ইসলামের ধর্মগুরু হজরত মহম্মদকে নূপুর শর্মার কটূক্তি ঘিরে বিশ্বজুড়ে বিতর্কে পড়েছে মোদী সরকার। এই বিতর্কের মাঝে ফের সংখ্যালঘু নির্যাতনের সংবাদ এলো। উত্তর প্রদেশে (UP) কয়েকজন ফকিরকে গণপিটুনির পর জোর করে জয় শ্রী রাম বলতে বাধ্য করা হয়েছে। বিজেপি শাসন ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে।

Advertisements

উত্তর প্রদেশের গোন্ডা জেলার এক গ্রামে ভিক্ষে করছিলেন কয়েকজন ফকির। অভিযোগ, তাদের মারধর ও কান ধরে ওঠ বোস করানো হয়েছে। এই ভিডিও ভাইরাল হয়। স্থানীয় বিজেপি নেতা ও হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা এমন করেছে বলে অভিযোগ।

ফকিররা ভিক্ষে করছিলেন। তাদের লক্ষ্য করে ধর্মীয় কটূক্তি করা হয়। কানপুরের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে উস্কানিমূলক মন্তব্য চলতে থাকে। এরপর কয়েকজন মিলে ফকিরদের ঘিরে লাঠি দিয়ে মারতে থাকে। চাওয়া হয় আধারকার্ড। ফকিররা দেখাতে পারেনি কার্ড। তাদের জঙ্গি বলে চিহ্নিত করে ঘেরাওকারীরা। শুরু হয় মারধর।

Advertisements

এরপর ফকিরদের জবরদস্তি জয় শ্রী রাম বলতে বাধ্য করা হয়। প্রাণভয়ে কান ধরে উঠ বোস করতে করতে ফকিররা সব মেনে নেন।

উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন স্থানে ফকিররা ঘুরে ঘুরে ভিক্ষে করেন। বহু প্রাচীন তাদের রীতিনীতি। ফকিরদের দেখে অভ্যস্থ দেশবাসী। এবার তারা আক্রান্ত হলেন যোগী রাজ্যে।