মোদীর মন্ত্রীর নাকানিচোবানি, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ লিখতে গিয়ে এ কী লিখলেন!

কন্যাভ্রূণ হত্যা রোধ ও মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে মোদী সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছিল। যা লিখতে গিয়ে হিমশিম অবস্থা কেন্দ্রীয় কেন্দ্রের নারী ও…

Union Minister Savitri Thakur misspells Beti Padhao Beti Bachao

কন্যাভ্রূণ হত্যা রোধ ও মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে মোদী সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছিল। যা লিখতে গিয়ে হিমশিম অবস্থা কেন্দ্রীয় কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুরের। প্রশ্ন উঠে গেল মোদীর মন্ত্রীর মন্ত্রীর শিক্ষার মান নিয়ে!

Advertisements

মধ্যপ্রদেশের ব্রহ্মকুণ্ডির একটি স্কুলে ‘স্কুল চলো অভিযান’-এর অধীনে একটিঅনুষ্ঠানে মঙ্গলবার প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন স্থানীয় বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর। সেখানেই সাদা বোর্ডে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান লিখতে যান মন্ত্রী। কিন্তু স্লোগান লিখতে গিয়ে মন্ত্রী নাকানিচোবানি খেয়ে যান। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর বদলে মন্ত্রী লেখেন ‘বেটি পড়াও বাঁচাও।’

   

মন্ত্রীকে দেখে রীতিমত অস্বস্তিতে পড়ে যান ওই অনুষ্ঠানে উপস্থিত বাকিরা। খোদ প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম লিখতে পারছেন না একজন কেন্দ্রীয় মন্ত্রী! যা দেখে অনেকের মুখেই হাসি দেখা যায়।

সুযোগ ছাড়েনি কংগ্রেস। মন্ত্রী সাবিত্রী ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রবীণ কংগ্রেস নেতা কে কে মিশ্র বলেছেন, ‘গণতন্ত্রের দুর্ভাগ্য। একজন দায়িত্বপূর্ণ মন্ত্রী নিজের মাতৃভাষায় লিখতে পারছেন না। এঁরা কীভাবে আগামিতে দায়িত্ব পালন করবেন তা নিয়ে সন্দেহ রয়েছে।’ নির্বাচনী হলফনামায়, সাবিত্রী ঠাকুর জানিয়েছিলেন যে, তাঁর শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ উত্তীর্ণ।

কী ভাবে একজন দ্বাদশ পাসকে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে বসানো হল?

হাহাকার অবস্থা, বিষমদ খেয়ে তামিলনাড়ুতে ২৯ জনের মৃত্যু