বাজেট নিয়ে ক্রমাগত আক্রমণ, কংগ্রেসকেই ‘নাটের গুরু’ বললেন মোদীর মন্ত্রী!

২৪ সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে ক্রমাগত মোদী সরকারকে আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা। বিরোধীরা বলছেন, এই বাজেট মোটেও সাধারণ মানুষের জন্য নয়, আবার কেউ কেউ বলছেন…

২৪ সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে ক্রমাগত মোদী সরকারকে আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা। বিরোধীরা বলছেন, এই বাজেট মোটেও সাধারণ মানুষের জন্য নয়, আবার কেউ কেউ বলছেন এটা ছিল কুর্সি বাঁচাও বাজেট। শুধু তাই নয় বাদল অধিবেশন চলাকালীন সংসদে বারবার এ কেন্দ্রীয় বাজেট নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এসবের মাঝেই এবার কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)।

তিনি জানালেন, কেন্দ্রীয় বাজেট নিয়ে বিরোধী নেতা মন্ত্রীদের ভুল বোঝাচ্ছে কংগ্রেস। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেট নিয়ে মুখোমুখি কেন্দ্রীয় সরকার ও বিরোধীরা। বিরোধীরা যখন রাজ্যগুলিকে উপেক্ষা করার অভিযোগ তুলছে, তখন সরকার বলছে যে বাজেটে কোনও বৈষম্য নেই এবং বিরোধীরা কেবল রাজনৈতিক ফায়দা তোলার জন্য এটিকে ইস্যু করে তুলছে।

   

পীযূষ গোয়েল বলেন, “আমার মনে হয়, প্রধানমন্ত্রী মোদীর প্রতি ঘৃণা এতটাই যে সবকিছু চুলে গেছে। বিরোধী রাজ্যগুলি জনগণের কথা ভাবে না, তা সে তেলেঙ্গানা হোক, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু হোক। গত বছর উন্নত ভারতকে কেন্দ্র করে নীতি আয়োগের বৈঠক আটটি রাজ্য বয়কট করেছিল। ওরা সংবিধান হাতে নিয়ে শুধু গণতন্ত্রের কথা বলে, নাটক করে, পরিবারের নামে ঔদ্ধত্য করে। কংগ্রেস দলের দ্বারা বিভ্রান্ত হয়ে ইন্ডি জোট দলগুলি গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে।”

বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, ‘বাজেটে কোনও বৈষম্য নেই। বিরোধী মুখ্যমন্ত্রীদের নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, “বিরোধীরা এর আগেও এই কাজ করেছে। ২৩ মে ২০২৩-এ, অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিন সহ বিরোধী দলের আট মুখ্যমন্ত্রী উন্নত ভারতকে কেন্দ্র করে বৈঠক বয়কট করেছিলেন। ‘

অন্যদিকে বাজেট নিয়ে হরদীপ সিং পুরী বলেন, ‘গণতন্ত্রে আমরা নির্বাচনী হতে পারি না। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেট কোনও রাজ্য বাজেট নয়, কেন্দ্রীয় বাজেট। বাজেট এক জিনিস আর নীতি আয়োগ আলাদা জিনিস। এটি একটি ফেডারেল ফোরাম। মুখ্যমন্ত্রীর যদি কোনও সমস্যা থাকে, তিনি এসে অভিযোগ তুলতে পারেন, কিন্তু রাজনৈতিক লাভের জন্য সেটাকে ইস্যু বানানো ভাল নয়। ‘