Kiran Rijiju: কাশ্মীরে পাহাড়ের বাঁকে দুর্ঘটনা, বাঁচলেন মন্ত্রী রিজিজু

Union Minister Kiran Rijiju
Union Minister Kiran Rijiju narrowly escapes accident on his way from Jammu to Srinagar

কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু (Union Minister Kiran Rijiju) জম্মু থেকে শ্রীনগর যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়লেন। জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে মন্ত্রীর গাড়িটিকে একটি ট্রাক ধাক্কা দেয়।

রামবান পুলিশ এক বিবৃতিতে বলেছে, “আজ জম্মু থেকে শ্রীনগর যাওয়ার সময় কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরণ রিজিজুর গাড়ি একটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় কেউ আহত হয়নি। কিরেন রিজিজুকে নিরাপদে তার গন্তব্যে নিয়ে যাওয়া হয়েছে।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন