ভাষণ দেওয়ার সময়ে আচমকা রক্তারক্তি কাণ্ড, হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী

বক্তৃতা দেওয়ার সময় আচমকা নাক থেকে রক্ত বের হতে শুরু করল কেন্দ্রীয় মন্ত্রীর। আর এহেন ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামীর (HD Kumaraswamy) সঙ্গে। এরপর…

বক্তৃতা দেওয়ার সময় আচমকা নাক থেকে রক্ত বের হতে শুরু করল কেন্দ্রীয় মন্ত্রীর। আর এহেন ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামীর (HD Kumaraswamy) সঙ্গে। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, আজ রবিবার বেঙ্গালুরুতে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন কুমারস্বামী। তাঁর সঙ্গে ছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখমন্ত্রী ইয়েদুরাপ্পা। তবে ভাষণ দেওয়ার সময় আচমকা নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় কুমারস্বামী। গলগল করে রক্ত বের হতে দেখা যায় তাঁর নাক থেকে। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

   

ভিডিওতে দেখা যাচ্ছে, রক্ত বের হওয়া আটকাতে কোনওরকমে নিজের নাকে রুমাল দিয়ে রয়েছেন কুমারস্বামী। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

কুমারস্বামী বিষয়টি গোপন করার চেষ্টা করলেও রক্তক্ষরণ যেন আরও বেড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজন এহেন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর সময় নষ্ট না করে কুমারস্বামীর সঙ্গে থাকা তাঁর ছেলে নিখিল কুমারস্বামী তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

শেষ পাওয়া খবর অনুযায়ী, রক্তক্ষরণের জেরে কুমারস্বামীকে একটি বেসরকারী হোটেল থেকে জয়নগরের অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। নেতারা সংবাদ সম্মেলন করলে এ ঘটনা ঘটে।

মুদা ও বাল্মীকি কেলেঙ্কারি নিয়ে সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে কী ভাবে লড়বে, তার পরিকল্পনা  বিরোধী জেডি(এস) ও বিজেপি আজ সম্মেলনের আয়োজন করেছিল। আজ ইয়েদুরাপ্পা ও কুমারস্বামী দুজনেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন।