HomeBharatশেষ ১৪৪টি প্রাণ, সরকারকে এক সপ্তাহ আগে সতর্ক করেছিল কেন্দ্র, জানালেন অমিত...

শেষ ১৪৪টি প্রাণ, সরকারকে এক সপ্তাহ আগে সতর্ক করেছিল কেন্দ্র, জানালেন অমিত শাহ

- Advertisement -

ভূমিধসের কারণে মৃত্যু মিছিল শুরু হয়েছে কেরলে। ভারী বৃষ্টির জেরে আচমকা আসা ভূমিধসের কারণে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ। তবে কেরলের এহেন মর্মান্তিক ঘটনা নিয়ে এবার রাজ্য সরকারকে রীতিমতো দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। 

 আর বুধবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন এরকম ঘটনা হতে পারে তা আগে থেকেই সতর্ক করা হয়েছিল রাজ্যকে যদিও রাজ্য সেই বিষয়ে নাকি কর্ণপাতই করেনি সরকার। স্বাভাবিকভাবেই অমিত শাহের করা মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ৩০ জুলাই কেরলের ওয়ানাডে ভূমিধস নিয়ে রাজ্যসভায় আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূমিধসে প্রাণ হারানো শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে সংসদে এই বিপর্যয় সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেন তিনি।

   

আজ সংসদে অমিত শাহ দাবি করেন, ‘৩০ জুলাই সম্ভাব্য ভূমিধস সম্পর্কে কেরল সরকারকে আগাম সতর্ক করা হয়েছিল।’ তিনি বলেন, ওয়েনাডে ভূমিধস আঘাত হানার এক সপ্তাহ আগে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন কেরল সরকারকে সতর্ক করেছিল কেন্দ্র। রাজ্যসভায় অমিত শাহ বলেন, ‘এনডিআরএফের ৯টি দলকে ইতিমধ্যেই কেরলে পাঠানো হয়েছে। সরকার সময়মতো লোকজনকে সরিয়ে নেয়নি, যে কারণে এটা মৃত্যুর ঘটমা ঘটে গিয়েছে।’ তিনি বলেন, সাত দিন আগে এই সতর্কবার্তা দেওয়ার পর ২৪ ও ২৫ জুলাই আরেকটি সতর্কবার্তা দেওয়া হয় এবং ২৬ জুলাই বলা হয়, রাজ্যে ভারী বৃষ্টিপাত হবে, ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে, পলিও নেমে যেতে পারে, এর ভেতরে চাপা পড়ে মানুষও মারা যেতে পারে। তারপরেও কিছু করেনি সরকার।’ 

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ‘ওয়ানাডে পুরোদমে উদ্ধারকাজ চলছে। এটি একটি নজিরবিহীন ও বেদনাদায়ক বিপর্যয়। এখন পর্যন্ত ১৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৭৯ জন পুরুষ ও ৬৪ জন নারী। এখনও নিখোঁজ রয়েছেন ১৯১ জন। দুর্যোগপূর্ণ এলাকা থেকে যত বেশি সম্ভব মানুষকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যাদের উদ্ধার করা হয়েছে তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর

Most Popular

Recent Comments