Amarnath Yatra: নাশকতার আশঙ্কার মাঝেই হাইভোল্টেজ বৈঠকের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

Amit Shah
Amit Shah

নাশকতার আশঙ্কার মাঝেই আগামী ৩০ জুন থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তার আগেই মঙ্গলবার সকাল ১১টায় জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর, কেন্দ্রীয় সরকারের সচিব এবং সিআরপিএফ, বিএসএফ এবং এনআইএ-র শীর্ষ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বৈঠকের আগে দিল্লি পৌঁছেছেন এবং জম্মু?কাশ্মীরের পুলিশের ডাইরেক্টর জেনারেল দিলবাগ সিং, মুখ্য সচিব ডঃ অরুণ কুমার মেহতা, অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) আর কে গোয়েল, সিআইডির বিশেষ ডাইরেক্টর জেনারেল রশ্মি রঞ্জন সোয়াইন, সিআরপিএফ, বিএসএফ, এনআইএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং অন্যান্য কর্মকর্তারা সকলেই এই বৈঠকে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে।

   

 

Amarnath Yatra
অমরনাথ যাত্রা

এদিকে সোমবার গভর্নর মনোজ সিনহা বৈঠকের আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন এবং তাকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ” প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজ নাথ সিং জি আজ আমার সঙ্গে দেখা করেছেন এবং অমরনাথ যাত্রার জন্য সড়ক অবকাঠামো এবং যাত্রাকালীন দুর্গম অঞ্চলে বিআরও-র সহায়তা নিয়ে আলোচনা করেছেন। এতে পুণ্যার্থীদের অনেক সুবিধা হবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবারের বৈঠকে কেবল নিরাপত্তার দিকে নয় বরং যাত্রার সমস্ত দিককে কেন্দ্র করে আলোচনা করা হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার সহ অন্যান্য সচিবরা এই বৈঠকে যোগ দিতে পারেন। এটি যাত্রার সমস্ত দিকগুলির একটি বিস্তৃত পর্যালোচনা হবে।

তবে, নিরাপত্তা পরিস্থিতি এই বৈঠকে প্রধান বিষয় হবে। এদিনের বৈঠকে কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা, রাহুল ভাট হত্যা ও কাটরার বাসের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনা হবে। এদিকে গোয়েন্দারা গোপন সূত্রে জানতে পেরেছে যে, পাক সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো অমরনাথ তীর্থযাত্রীদের লক্ষ্য করে বড়সড় হামলা চালাতে পারে।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘এখন পর্যন্ত যেসব লক্ষণ দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে, জম্মু অঞ্চলকে টার্গেট করা হবে। গত বছর জুন মাসে যে আইইডি পাওয়া গিয়েছিল, সেটি একটি মন্দিরে রাখার কথা ছিল।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন