হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হতে চলেছেন কেন্দ্রীয় আইন সচিব

দীর্ঘ দিন পর নিজের পুরনো পেশায় ফিরে যাচ্ছেন কেন্দ্রীয় আইন সচিব অনুপ কুমার মোন্দিরাত্তা। কয়েকদিনের মধ্যেই দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে যোগ দিতে চলেছেন অনুপ কুমার। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে টুইট করে অনুপ কুমারের এই নতুন নিয়োগের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, কর্মজীবন শুরু করেছিলেন দায়রা আদালতের বিচারক হিসেবে।

পরবর্তীকালে সরাসরি তিনি কেন্দ্রীয় আইন সচিবের দায়িত্বে আসেন। সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতির পদ থেকে একাধিক বিচারপতির অবসর নেন। সে কারণেই হাইকোর্টের তৈরি হয়েছিল বেশ কয়েকটি শূন্যপদ। ওই পদগুলিতে অতি দ্রুত নিয়োগের প্রয়োজন ছিল। সে কারণেই কলেজিয়াম চারজন বিচারপতির নাম সুপারিশ করে। যার মধ্যে কেন্দ্রীয় আইন সচিব অনুপ কুমারের নামও ছিল। কলেজিয়ামের সুপারিশ মেনে আইন মন্ত্রক আইন সচিবকেই দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়।

   

আইন সচিব হিসেবে অনুপ কুমারের নিয়োগ ও ছিল একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। কারণ সাধারণভাবে সচিব পদে অভিজ্ঞদের নিয়োগ করা হয়। অতিরিক্ত সচিব পদে যারা থাকেন তাদের মধ্যেই কাউকে সচিব পদে নিয়োগ করা হয়। কিন্তু সরকার একেবারে বিপরীত পথে হেঁটে অনুপ কুমারকে আইন সচিব পদে নিয়োগ করেছিল। এই নিয়োগের সময় জানানো হয়েছিল, চুক্তির ভিত্তিতে অনুপ কুমারকে নিয়োগ করা হচ্ছে। তাঁর চুক্তির মেয়াদ ছিল ৩০ মার্চ পর্যন্ত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন