জাকিরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের

Zakir Naik

ধর্মপ্রচারক জাকির নায়েকের (Zakir Naik) সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফ আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ থাকছে সমগ্র ভারতে। অমিত শাহের নেতৃত্বধীন কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করা হয়েছে।

বিভিন্ন সময়ে নানাবিধ বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে জাকির নায়েকের মুখে। তার সংস্থা আইআরএফ সেগুলি প্রচার করতো। সেই সঙ্গে পিস টিভি নামক একটি টেলিভিশন চ্যানেল পরিচালনা করতো আইআরএফ। সেই চ্যানেলের মাধ্যমে চলতো জাকিরের বক্তব্যের প্রচার।

   

জাকির নায়েক তার বক্তব্যের মাধ্যমে মানুষকে মূলত মুসলিম সম্প্রদায়কে হিংসা এবং নাশকতায় উদ্বুদ্ধ করছিল বলে অভিযোগ। তার বিভিন্ন বক্তব্যে শোনা গিয়েছে যে সকল মুসলিমদের জঙ্গি হওয়া উচিৎ। আত্মঘাতী হামলার পক্ষেও প্রচার চালাতো সে। সেই সঙ্গে হিন্দু বা অন্যান্য ধর্ম প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য করতেও শোনা গিয়েছে তার মুখে। হিন্দু দেবতাদের সম্পর্কেও বিভিন্ন সময়ে কুরুচিকর মন্তব্য করেছিল জাকির।

২০১৬ সালে বাংলাদেশের গুলশনে এক ভয়াবহ জঙ্গি হামলা হয়। সেই হামলাকারী প্রত্যেকে উচ্চশিক্ষিত ছিল। জঙ্গিরা জাকিরের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে ওই নাশকতা চালিয়েছিল। সেই সময়ে জাকির নায়েক মক্কায় গিয়েছিল। বাংলাদেশের ঘটনা প্রকাশ্যে আসতেই আর দেশে ফেরেনি সে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন