Amit Shah: ‘ভোটের পরেই মুখ্যমন্ত্রী বদল হবে’, বিরাট ঘোষণা অমিত শাহর

ভোটের পরই মুখ্যমন্ত্রী বদল হবে। বিরাট ঘোষণা (Amit Shah) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। ওডিশার গঞ্জামের এক জনসভা থেকে আজ, বুধবার শাহ (Amit Shah) বলেন,…

ahead-of-the-final-phase-amit-shah-predicts-outcomes-in-the-east-and-south-india

ভোটের পরই মুখ্যমন্ত্রী বদল হবে। বিরাট ঘোষণা (Amit Shah) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। ওডিশার গঞ্জামের এক জনসভা থেকে আজ, বুধবার শাহ (Amit Shah) বলেন, নবীনবাবু আর ক্ষমতায় আসবেন না। ওডিশার মানুষ তাঁকে গুডবাই বলে দেবে। এখানে নবীনবাবুর দরকার নেই, বিজেপির মুখ্যমন্ত্রী দরকার এখানে। নবীনবাবু বুঝতে পারছেন, ‘আয়ুষ্মান ভারত’-এর কারণে তাঁর জনপ্রিয়তা কমছে। ১ জুনই আপনি বিদায় নেবেন নবীনবাবু।

পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওডিশায় এবার একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হচ্ছে। ২১টি লোকসভার সঙ্গে ১৪৭টি বিধানসভায় ভোট হচ্ছে মোট চার দফায়। ২০০০ সাল থেকে টানা ২৪ বছর ওডিশায় মুখ্যমন্ত্রী পদে রয়েছেন বিজু জনতা দল (বিজেডি) প্রধান নবীন পট্টনায়ক। তাঁকে হারিয়ে এবার সেখানে ক্ষমতা দখলে মরিয়া গেরুয়া শিবির। ২০১৯-এ ১১৩টি আসনে জিতে ওডিশার মসনদে বসেছিলেন নবীন পট্টনায়েক।

   

এবার ওডিশায় ত্রিমুখী লড়াই হচ্ছে। বিজেডির মূল প্রতিপক্ষ বিজেপি হলেও লড়াইয়ে রয়েছে কংগ্রেসও। এর আগে ওডিশায় গিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, গত ৫০ বছর ধরে রাজ্য শাসন করা কংগ্রেস এবং পরবর্তী ২৫ বছর শাসক বিজেডি শুধুই লুঠপাট করেছে। বিজেডির ছোট নেতারাও কোটি কোটি টাকার মালিক। বিজেডি ডুবছে, কংগ্রেস শক্তিহীন, তাই মানুষ বিজেপিকে বেছে নেবে।

Amit Shah: তৃণমূলের ‘মা-মাটি-মানুষ’ এখন ‘মোল্লা-মাদ্রাসা-মাফিয়া’-য় পরিণত, বেনজির শাহী কটাক্ষ

ওডিশাকে এক নম্বর রাজ্য হিসেবে গড়ে তোলার স্বপ্নও দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করছি যে বিজেপিকে একবার আপনার সেবা করতে দিন। মোদীর গ্যারান্টি যে আগামী পাঁচ বছরে ওডিশা এক নম্বর রাজ্যে পরিণত হবে। ১০ জুন ওডিশায় বিজেপি সরকার শপথ নেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি স্বয়ং উপস্থিত থাকবেন।

পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওডিশায় মোট বিধানসভা আসনের সংখ্যা হল ১৪৭। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৭৪। সেখানে চার দফায় নির্বাচন হচ্ছে। ইতিমধ্যেই ১৩ মে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। আগামী ২০ মে হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আগামী ২৫ মে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে। আর চতুর্থ দফার ভোটগ্রহণ হবে আগামী ১ জুন। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে এই ১৪৭টি আসনের মধ্যে ১১৩টি আসনে জিতেছিল বিজেডি।

Lok Sabha Election 2024: তৃণমূল প্রার্থীর সঙ্গে নামের মিল! নির্দল প্রার্থীকে তুলে নিয়ে গেল বাইক বাহিনী

২৩টি আসনে জিতে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। আর কংগ্রেস জিতেছিল মাত্র ৯টি আসনে। অন্যান্যরা দুটি আসনে জিতেছিল। প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে চার দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।