মোদীই ফের প্রধানমন্ত্রী, ৩০০ আসনে জয়ী হবে বিজেপি: অমিত শাহ

Home Minister Amit Shah at DGP-IGP conference

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা নির্বাচনে বিজেপি কত আসনে জয়ী হবে তার পূর্বাভাস দিলেন। তিনি জানান ৩০০ আসনে জয়ী হবে বিজেপি। ডিব্রুগড়ে দলীয় জনসভা থেকে তিনি বলেন, অসম সহ গোটা দেশেই বিজেপির বিপুল জয় হবে।

Advertisements

মঙ্গলবার তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসবে বিজেপি। শাহ বলেন, “উত্তর-পূর্বকে একসময় কংগ্রেসের দুর্গ হিসেবে বিবেচনা করা হত, কিন্তু রাহুল গান্ধীর যাত্রা (ভারত জোড় যাত্রা) সত্ত্বেও, তিনটি রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলটি ভাল করতে ব্যর্থ হয়েছে।

Advertisements