মন্ত্রিত্ব পেয়েই অ্যাকশন মুডে জেপি নাড্ডা, নজরে ১০০ দিন

মন্ত্রিত্ব পেয়েই এবার রীতিমতো অ্যাকশন মুডে দেখা গেল জেপি নাড্ডা (JP Nadda)-কে। মোদী ৩.০ মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে জেপি নাড্ডাকে। এদিকে মন্ত্রিত্ব পেয়েই বড় কাজ করে ফেললেন তিনি।

Advertisements

জানা গিয়েছে, আধিকারিকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ১০০ দিনের অ্যাজেন্ডা নিয়ে আলোচনা করেছেন। ১০০ দিনের পরিকল্পনার মধ্যে রয়েছে জাতীয় স্বাস্থ্য দাবি বিনিময় সূচনা, বিশেষত তরুণ ও কিশোর-কিশোরীদের মধ্যে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান, অসংক্রামক রোগের বিরুদ্ধে একটি জাতীয় প্রচারাভিযান, আরোগ্য মৈত্রী কিউব মোতায়েন, ভিআইএসএইচএম, শিশুদের জন্য টিকাকরণের নিবন্ধীকরণ সংবর্ধনা দেওয়ার জন্য ইউ-উইন পোর্টাল মোতায়েন করা। 

ইতিমধ্যে সরকার তার ১০০ দিনের কর্মসূচিতে ৭০ বছরের বেশি বয়সীদের জন্য আয়ুষ্মান ভারতের সুবিধাগুলি বিশিষ্টভাবে রেখেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আধিকারিকদের এই এজেন্ডায় নজর দিতে বলেছেন। পাঁচ বছর পর স্বাস্থ্য মন্ত্রকে আসা জেপি নাড্ডা সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং আয়ুষ্মান ভারত, জাতীয় টিকাকরণ অভিযানের মতো মোদী সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলি পর্যালোচনা করেন। রুটিন টিকাকরণকে ডিজিটাইজ করার জন্য দেশজুড়ে ইউ-উইন পোর্টালের বাস্তবায়ন মোদী ৩.০ সরকারের ১০০ দিনের এজেন্ডার অন্যতম প্রধান অগ্রাধিকার।

Advertisements