বাজেটে বন্দে ভারতই সব, রেলকে অবহেলায় তোপের মুখে কেন্দ্র

রোজই দেশের কোথাও না কোথাও রেল দুর্ঘটনার খবর আসছে। লাইনচ্যুত হয়ে অথবা সিগন্যালিঙে গাফিলতি। বিগত কয়েক বছরে একাধিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বহু যাত্রী।…

Budget

short-samachar

রোজই দেশের কোথাও না কোথাও রেল দুর্ঘটনার খবর আসছে। লাইনচ্যুত হয়ে অথবা সিগন্যালিঙে গাফিলতি। বিগত কয়েক বছরে একাধিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বহু যাত্রী। সম্প্রতি নিউ জলপাইগুড়ির সংলগ্ন রাঙাপানি কিংবা দোমোহোনীর মতো দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে রেল পরিচালনার ফাঁকফোকড়। 

   

Mamata Banerjee: কোষাগারের ‘ভাঁড়ে মা ভবানী’ দশা! অথচ মমতার মিটিংয়ে ৬০ লাখ খরচ কর্পোরেশনের?

তখন থেকেই রেল নিরাপত্তার ইস্যুটি নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তোলে বিরোধীরা। শুধুমাত্র বন্দে ভারতের মতো ওপর জোর দেওয়া হচ্ছে। ফলে দেশের বাকি ট্রেনগুলি অবহেলার শিকার হচ্ছে। তারফলে যাত্রী নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে।

Gold Silver Price: বাজেটের পরের দিনই কমল সোনার দাম, কলকাতার রেট জানেন ?

মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানে অন্যান্য বিষয়ে বিস্তারিত বক্তব্য থাকলেও রেল নিয়ে খুব বেশি বাক্য ব্যয় করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রেলের আধুনিকতার বিষয়টি বারবার তাঁর কথায় প্রতিফলিত হয়েছে। কিন্তু সাধারন ট্রেনগুলিতে সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে তেমন কিছুই নেই বাজেটে। এমনটাই অভিযোগ বিরোধীদের।

অন্যদিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সাক্ষাৎকারে বলেন, “২০১৪ সালের আগে (ইউপিএ জমানায়) রেলের জন্য মূলধনী ব্যয় ছিল ৩৫ হাজার কোটি টাকা। সেখান থেকে আজ ২ লাখ ৬২ হাজার কোটি টাকা হয়েছে। রেলের জন্য মূলধনী ব্যয়ে এটা রেকর্ড।” তাঁর যুক্তি, অতীতে কোনও রেললাইন ট্রেন চলাচলের উপযুক্ত কি না, সেটা যাচাই না করেই নতুন ট্রেন ঘোষণা করে দেওয়া হত। সুতরাং বিরোধীদের চাপে পড়ে পাল্টা কংগ্রেসের ঘাড়েই দোষ চাপাতে চাইছে বিজেপি। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল।

মোদীর জমানায় রেলের গড় গতিবেগ বেড়েছে। কাশ্মীর ও উত্তর-পূর্ব ভারতের মতো দূরবর্তী ও প্রান্তিক জায়গাগুলিতে রেল যোগাযোগ বেড়েছে। যারফলে রেলের আয় ও নেটওয়ার্ক অনেকটাই বৃদ্ধি পায়। তবে দেশে যেভাবে রেলের গাফিলতির জেরে একের পর এক দুর্ঘটনার শিকার হতে হচ্ছে যাত্রীদের। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় রেলকে।

School Closed: জুলাই-আগস্ট মাসে ফের বন্ধ স্কুল! কী কারণে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?

এর আগেও পৃথক রেল বাজেট তুলে নেওয়ায় কেন্দ্রকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূল বাজেটের সঙ্গে রেল বাজেটতে একত্রিত করায় রেল পরিসেবা খাতে বরাদ্দ নিয়ে কেন্দ্র লুকোচুরি করছে, এমন অভিযোগও শোনা গিয়েছিল কংগ্রেসসহ বিরোধীদের গলায়। তা সত্বেও বদলায়নি পরিস্থিতি। লাল, নীল ও গেরুয়া বন্দে ভারতের দাপটে প্রাণ ওষ্ঠাগত দেশের বাকি ট্রেনগুলির।