২৩ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ, রেকর্ড গড়ার পথে নির্মলা সীতারামান

২২ জুলাই বসবে বাজেট অধিবেশন। তার একদিন পর, চলতি মাসের ২৩ তারিখ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (২০২৩-২৪ অর্থবর্ষ) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা…

Union Budget of Third Modi Government to be presented on 23 July 2024, ২৩ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ, রেকর্ড গড়ার পথে নির্মলা সীতারামান

২২ জুলাই বসবে বাজেট অধিবেশন। তার একদিন পর, চলতি মাসের ২৩ তারিখ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (২০২৩-২৪ অর্থবর্ষ) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার এই ঘোষণা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।

শনিবার টুইটে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশন ডাকার সুপারিশে ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি। ২২ জুলাই সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। চলবে ১২ অগস্ট পর্যন্ত। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ২৩ জুলাই পড়া হবে।

   

মোরারজি দেশাইয়ের ছয়বারের রেকর্ড ভাঙতে এই নিয়ে মোট সাতবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। তবে, গত ছয়বারই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ ছিল সংসদে। এবার শরিক দলগুলির সমর্থনে সরকার গড়েছে পদ্ম বাহিনী। ফলে দেখার, শরিকদের দাবি-দাওয়া বজায় রেখে নির্মলা কতটা জনদরদী বাজেট পেশ করতে সক্ষম হন। নজরে থাকবে কর ছাড়ের অঙ্কও।

‘অযোধ্যায় হারিয়েছি, গুজরাতেও…’, বিজেপিকে চরম হুঁশিয়ারি রাহুলের

লোকসভা ভোটের জেরে, ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল সংসদে। এরপর লোকসভা ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে মোদী সরকার। ফলে তৃতীয় দফায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমান।