বিকশিত ভারত গড়ার লক্ষ্যে মহিলা, যুব, গরিব এবং কৃষকদের বিশেষ সুযোগ বাজেটে

তৃতীয়বারের জন্য পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024) পেশ করলো মোদী সরকার। সেই বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, বিকশিত ভারত গড়ে তোলাই বিশেষ জরুরি। তাই এই…

student

তৃতীয়বারের জন্য পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024) পেশ করলো মোদী সরকার। সেই বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, বিকশিত ভারত গড়ে তোলাই বিশেষ জরুরি। তাই এই বাজেটে (Union Budget 2024) মহিলা, যুবা,গরিব এবং কৃষকদের উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। বেশি করে কর্ম সংস্থান তৈরি করা হবে যুব সম্প্রদায়ের জন্য। পাশাপাশি মহিলাদের উন্নয়নে একাধিক প্রকল্পের গরিব মানুষের আয় বৃদ্ধি এবং কৃষকদের আয় বৃদ্ধিতে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাই বাজেটের প্রধান লক্ষ্য। সেই কারণে সমাজের এই বিশেষ চার স্তরের উন্নয়ন অত্যন্ত জরুরি। এদের উন্নয়ন না হলে বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব নয়। তাই অর্থমন্ত্রী আজ জানিয়ে দিলেন আগামী পাঁচ বছরে দেশে ৪ কোটি কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। যার ফলে সাধারন মানুষের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন ঘটবে।

   

বাজেটে কীসের দাম কমছে? কোনগুলোর দাম বৃদ্ধি? কতটা সুরাহা মধ্যবিত্তের?

১৫ হাজার বেতনের সমপরিমাণ ইপিএফ দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সঙ্গে ইন্টার্ন শিপের জন্য ৫০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ৫০০ বড় কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে বলে জানান।

যুবদের পাশাপাশি মহিলাদের উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। মহিলাদের জন্য বিশেষ হোস্টেলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এদিন অর্থ মন্ত্রী বলেন, “আমরা চাইছি মহিলারা আরও বেশি করে কর্মজগতে আসুন, সেজন্য মেয়েদের হস্টেল এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে।”