বাজেটেও মিথ্যাচার? মোবাইলের দাম কমবে না, দাবি মোদী সরকারের আধিকারিকের

মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট (Union Budget 2024) পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফলাও করে ঘোষণা করেছেন, মোবাইলের যন্ত্রাংশের ওপর ১৫ শতাংশ কাস্টম ডিউটি কমানো হবে। এর…

মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট (Union Budget 2024) পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফলাও করে ঘোষণা করেছেন, মোবাইলের যন্ত্রাংশের ওপর ১৫ শতাংশ কাস্টম ডিউটি কমানো হবে। এর ফলে অনেকেই ভেবেছিলেন, মোবাইলের দাম কমে যাবে। প্রাথমিক \ভাবে অনেক বিশেষজ্ঞ তেমনটাই দাবি করেন। যদিও একদিন কাটতেই তাঁদের গলায় ভিন্নসুর।

খোদ সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের (সিবিআইসি) চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়াল দাবি করেছেন, মোবাইলের দাম খুব একটা কমবে না। আগরওয়াল বলেন, এত মোবাইল কোম্পানি ভারতে ফোন উৎপাদন করছে। ভারত থেকে প্রচুর পরিমাণে মোবাইল ফোন রফতানি হচ্ছে। শুধু শুল্কের হার কম বলে দাম পরিবর্তন করা হবে না।

   

বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, মেক ইন ইন্ডিয়া-র ফলে গত ৬ বছরে দেশীয়ভাবে পণ্য উৎপাদনের হার অনেকাংশে বেড়েছে। সেই কারণেই মোবাইলের যন্ত্রাংশ, গ্যাজেট এবং পিভিসি উৎপাদনের উপর ১৫ শতাংশ কাস্টম ডিউটি কমানো হবে।

প্রকাশিত NEET-UG সংশোধিত ফলাফল, কিন্তু অমিল ওয়েবসাইটে! কী বলছে কেন্দ্র?

নির্মলার এই ঘোষণার ফলে অনেকেই দাবি করেছিলেন, কাস্টম ডিউটি কমানোর ফলে মোবাইল ফোনের দাম অনেকটাই কমে আসবে। কমে যাবে মোবাইল চার্জারের দামও। এর আগে জানুয়ারি মাসে কেন্দ্র সরকার জানিয়েছিল, মোবাইল ফোনের যন্ত্রাংশের উপর আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করা হবে। এবার কমানো হল বেসিক কাস্টম ডিউটি (BCD)।

বাজেটে সোনার দাম কমানোর কথাও ঘোষণা করা হয়েছে। সোনা এবং রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ কমিয়ে দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের এই ঘোষণার ফলে প্রতি ১০ গ্রামে ৪০০০ টাকা পর্যন্ত কমতে পারে সোনার দাম।

বন্যায় বিপর্যস্ত মহারাষ্ট্র, সেনা নামিয়ে চলছে উদ্ধারকাজ