Ukraine War: রাশিয়া আগ্রাসনে উত্তপ্ত ইউক্রেন, ভারতের হস্তক্ষেপ চাইলেন রাষ্ট্রদূত

india flag

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই শুরু করেছে ইউক্রেন। আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশ পাশে থাকার বার্তা দিলেও ভারত বরাবর রাষ্ট্রসংঘে আলোচনার মাধ্যমে শান্তির কথা বলে এসেছে। এবার যুদ্ধ পরিস্থিতিতে নয়াদিল্লির হস্তক্ষপ দাবি করল ইউক্রেনের সরকার।

Advertisements

ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পলিখা বলেছেন, “রাশিয়ার সাথে ভারতের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ফলে নয়াদিল্লি পরিস্থিতি (রাশিয়া-ইউক্রেন সংকট) নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং আমাদের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।”

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে কিছুদিন আগেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, সব দিক থেকে সংযম রাখার পক্ষে ভারত। ইউক্রেন সমস্যা কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা যেতে পারে। ইউক্রেন-রাশিয়া সীমান্তে উত্তেজনা বৃদ্ধি গভীর উদ্বেগের বিষয় বলেও জানান তিনি। তিরুমূর্তি সেদিন আরও বলেন ২০ হাজারেরও বেশি ভারতীয় ইউক্রেনের বিভিন্ন অংশে বাস করে এবং পড়াশোনা করে। এই ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ভারত সরকারের কাছে অগ্রাধিকার পাবে।

Advertisements

আমেরিকা ও রাশিয়া, দুই বন্ধু দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের অবস্থান স্পষ্ট করেছিল নয়াদিল্লি। ইউক্রেন সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনাই যে সবচেয়ে ভালো রাস্তা, তা রাষ্ট্রসংঘে জানিয়ে দেওয়া হয়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত বলে “শান্ত ও গঠনমূলক কূটনীতি” প্রয়োজন। উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ এড়ানো উচিত বলেও মন্তব্য করে ভারত।