বিরাট চক্রের পর্দাফাঁস করল পুলিশ, ব্যাগ ভর্তি প্রায় ১৫ কোটি টাকা উদ্ধার

ভোট হোক বা না হোক টাকা উদ্ধারের ধারাবাহিকতা যেন থামতেই চাইছে না। এবার রাজ্যে এক বাড়িতে চিরুনি তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা এবং রুপো উদ্ধার করল পুলিশ। মূলত এক বেটিং চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। টাকা উদ্ধারের পরিমাণ হল ১৪ কোটি ৬০ লক্ষ টাকা। এদিকে বাড়িতে তল্লাশি চালিয়ে এত পরিমাণে টাকা দেখে স্বাভাবিকভাবেই সকলের চোখ কপালে উঠে গিয়েছে।

জানা গিয়েছে, আজ শুক্রবার মধ্যপ্রদেশের উজ্জয়িনী পুলিশ একটি বাড়িতে হানা দিয়ে নগদ ১৪ কোটি ৬০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে এবং ৭ টি দেশের ৭ কেজি রুপো এবং বিদেশী মুদ্রা বাজেয়াপ্ত করেছে। পুলিশ বুকিদের আস্তানায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে ১০টি মোবাইল ও ৭টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। আইজি সন্তোষ কুমার সিং জানিয়েছেন, মূল অভিযুক্ত পীযূষ চোপড়া এখনও পলাতক।

   

পুলিশ সূত্রে খবর, ১১টি ব্যাগে নগদ কোটি কোটি টাকা, রুপোর ইনগট, ইউরো, পাউন্ড, ইউএস ডলার, হাঙ্গেরিয়ান ইউরো, নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। এছাড়া অ্যাপলের মেকেমিনি সিপিইউ, ১১টি ল্যাপটপসহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ-সহ একাধিক খেলায় বাজি ধরছিলেন অভিযুক্ত পীযূষ। উজ্জয়িনীর নীলগঙ্গা থানা এলাকার ড্রিম-১৯ কলোনি ও খাড়াকুয়ান থানা এলাকার মুসাদ্দিপুরায় এই ব্যবস্থা নিয়েছে পুলিশ। অভিযুক্ত বর্তমানে পলাতক। তার জন্য লুক আউট নোটিশ জারি করা হয়েছে। এই অভিযানের পর শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। রাজ্যের ইতিহাসে এখনও পর্যন্ত এটাই সম্ভবত বেটিংয়ে উদ্ধার হওয়া সর্বোচ্চ নগদ। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন