HomeBharatজম্মু-কাশ্মীরের উধমপুরে গুলির লড়াই, জইশের চার জঙ্গি ঘেরাও, আহত সেনা জওয়ান

জম্মু-কাশ্মীরের উধমপুরে গুলির লড়াই, জইশের চার জঙ্গি ঘেরাও, আহত সেনা জওয়ান

- Advertisement -

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ফের উত্তেজনা। শুক্রবার ভোরে দুদু-বসন্তগড়ের দুর্গম পাহাড়ি এলাকায় জইশ-ই-মহম্মদের (JeM) জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে আহত হন এক সেনা জওয়ান। সেনা, পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর যৌথ অভিযানে তিন থেকে চার জন জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে।

উধমপুরে সংঘর্ষ

প্রথমে সেনার পক্ষ থেকে কিশত্বর জেলাতে সংঘর্ষ চলছে বলে জানানো হয়েছিল। তবে পরে স্পষ্ট করা হয়, অভিযান সীমাবদ্ধ রয়েছে উধমপুরেই। সেনার হোয়াইট নাইট কর্পস এক্সে লিখেছে, “ডোডা-উধমপুর সীমান্তে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। অভিযান চলছে।”

   

অভিযানের সূত্রপাত গোপন তথ্যের ভিত্তিতে। নিরাপত্তা বাহিনী গভীর রাতে তল্লাশি চালালে ভোরে শুরু হয় এনকাউন্টার। গত এক বছরে এই অঞ্চলেই একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। গত জুনে বসন্তগড়ের জঙ্গলে নিহত হয় হায়দার নামের এক শীর্ষ জইশ কম্যান্ডার, যে চার বছর ধরে এলাকায় সক্রিয় ছিল। এপ্রিলে একই অঞ্চলে শহিদ হয়েছিলেন এক সেনা জওয়ান।

অস্ত্রভাণ্ডারে চিনা ছাপ Udhampur encounter JeM militants

এদিকে, কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা এদিন সকালেই চালায় বিস্তৃত অভিযান। শ্রীনগর, বারামুলা, অনন্তনাগ, কুপওয়ারা, হান্দওয়ারা, পুলওয়ামা ও শোপিয়ান— সাতটি জেলায় একযোগে চলে চিরুনি তল্লাশি। উদ্ধার হয় বিপুল অস্ত্রভাণ্ডার।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল পুঞ্চ সেক্টর থেকে মেলে ২০টি চিনা হ্যান্ড গ্রেনেড। পাশাপাশি আরও অস্ত্রশস্ত্র, ডিজিটাল ডিভাইস ও নথি উদ্ধার হয়েছে। গোয়েন্দাদের মতে, এই অস্ত্রভাণ্ডার সীমান্ত পেরিয়ে সম্প্রতি পৌঁছেছিল। তা ভেতরের জেলায় পাচার করে জঙ্গি হামলার ছক কষা হচ্ছিল। তবে সময়মতো তথ্য মেলায় বড়সড় ষড়যন্ত্র ভেস্তে যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular