মহারাষ্ট্রে মু্খ্যমন্ত্রীর মুখ কে? ‘ধন্দে-দ্বন্দ্বে’ উদ্বব জোট

লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপিকে নাকানিচোবানি খাইয়েছিল উদ্ধব-শরদ পাওয়ারেরা। কিন্তু বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই দ্বন্দ্ব বাড়ছে ‘ইন্ডিয়া’ জোটে। ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবেন…

লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপিকে নাকানিচোবানি খাইয়েছিল উদ্ধব-শরদ পাওয়ারেরা। কিন্তু বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই দ্বন্দ্ব বাড়ছে ‘ইন্ডিয়া’ জোটে। ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও ঠিক করে উঠতে পারেনি মহা আগাড়ি জোট। কিন্তু মহারাষ্ট্রে (Maharashtra Election) ভোটপর্ব এগিয়ে আসতেই শিব সেনার উদ্ধব ঠাকরে শিবিরের তরফে থেকে শোনা যাচ্ছিল যে, উদ্ধব ঠাকরেকেই তাঁরা সেখানকার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে চাইছেন।

উদ্ধব শিবির চাইছে আসন্ন বিধানসভায় মহা আগাড়ি জোট তাঁদের দলের নেতাকেই মুখ্যমন্ত্রীর মুখ ধরে এগোবে। মনে করা হচ্ছে, উদ্ধব ঠাকরে আশাবাদী যে তাকে যদি মুখ্যমন্ত্রী পদের মুখ ঘোষণা করা হয়, তাহলে শিবসেনার আসনের ভাগ এই ভোটে দশ-কুড়ি বাড়তে পারে। যদিও উদ্ধব নিজে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম বলছেন না। কিন্তু তিনি নিজের নাম প্রস্তাব না করলেও স্পষ্টত জানিয়ে দিয়েছেন, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কারও নাম ঘোষণা করতেই হবে।

   

আসন্ন ভোটের আগে যখন এই টালমাটাল পরিস্থিতি তখন শরদ পওয়ার দাবি করে বসলেন তাঁরা ভোটের আগে এরকম কিছু করতে রাজি নন। তাঁরা মনে করেন সেখানে মুখ্যমন্ত্রীর মুখ আগামী দিনে কে হবেন তা এত আগে থেকে ঘোষণা করার কোনও প্রয়োজন নেই। শরদ পাওয়ার জানিয়েছেন, তাঁরা আসন্ন বিধানসভায় সম্মিলিত নেতৃত্বকে সামনে রেখে এবার লড়াই চালাবেন।

এরপর বিরোধীরা যদি ক্ষমতায় আসেন তাহলে জোটের মধ্যে যে দল সবচেয়ে বেশি আসন পাবে সেখান থেকেই কাউকে তাঁরা মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেবেন। এ নিয়ে শরদ পাওয়ার জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে কোনও দ্বন্দ্ব নেই। এখনই এই নিয়ে কিছু ভাবার দরকার নেই। কে নেতৃত্ব দেবেন তা আসন সংখ্যা দেখে ঠিক করা হবে। নির্বাচনের আগে এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই।”

তবে শরদ পাওয়ার এ নিয়ে প্রতিক্রিয়া জানালেও আসন্ন বিধানসভা নির্বাচনে মহা আগাড়ি জোটে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে।