Disha Patani-র বাড়িতে গুলি চালানো দুই দুষ্কৃতি গ্রেফতার!

লখনউ: সম্প্রতি বলিউড অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) বারেলির বাড়িতে গুলি চালানোর পেছনে গোল্ডী ব্রার গ্যাং-এর হাত রয়েছে বলে একটি ভিডিও বার্তায় হুমকি ভিডিও পোস্ট…

লখনউ: সম্প্রতি বলিউড অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) বারেলির বাড়িতে গুলি চালানোর পেছনে গোল্ডী ব্রার গ্যাং-এর হাত রয়েছে বলে একটি ভিডিও বার্তায় হুমকি ভিডিও পোস্ট করেছিলেন রোহিত গোদরা। সেইসঙ্গে “জয় শ্রী রাম” দিয়ে শুরু করে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে গ্যাংস্টার লেখেন, “আমরা দুইভাই, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র চরণ বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলি করিয়েছি। কারণ এই অভিনেত্রী আমাদের সাধু প্রেমানন্দ জি মহারাজ এবং অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন।”

বুধবার উত্তরপ্রদেশদের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, অভিনেত্রীর বাড়ির সামনে গুলি চালানো দুই দুষ্কৃতিকে গাজিয়াবাদে একটি এনকাউন্টারের পর আটক করা হয়েছে। ধৃতদের নাম কুল্লু এবং অর্জুন বলে জানিয়েছে পুলিশ। এনকাউন্টারে দুই দুষ্কৃতিই আহত হয়েছে বলে STF সূত্রে খবর।

   

১২ সেপ্টেম্বর গুলি চালায় গোল্ডী ব্রার গ্যাং-এর সদস্যরা

গত ১২ সেপ্টেম্বর ভোররাত সাড়ে ৩ টে নাগাদ মোটরসাইকেলে এসে অভিনেত্রী দিশা পাটানির বারেলির বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতি। ঘটনার দায় স্বীকার করে গোল্ডী ব্রার গ্যাং-এর সদস্য। ১৩ সেপ্টেম্বর পোস্টটি মুছে ফেলে সন্ধ্যার মধ্যে আকাউন্টটিও ডিলিট করে দেওয়া হয়। তবে ততক্ষণে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় ওই ‘হুমকি’ পোস্ট। দিশা পাটানির মাধ্যমে সমগ্র বলিউডকে হুমকি দেয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা।

Advertisements

বলা হয়, “এই অভিনেত্রী আমাদের সাধু প্রেমানন্দ জি মহারাজ এবং অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন। এটা শুধুমাত্র ট্রেলার। বলিউডের (Bollywood) কেউ আমাদের হিন্দু ধর্ম নিয়ে কু-মন্তব্য করলে বা অসম্মান করলে তাঁর বাড়ির কেউ বেঁচে থাকবে না”। এই ঘটনার পর, অভিনেত্রী দিশা পাটানির বাবা, অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জগদীশ সিং পাটানির সাথে কথা বলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং তাকে আশ্বস্ত করেন যে পুলিশ তাদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেবে।

জগদীশ পাটানি জানান, আক্রমণকারীরা পরপর প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায়। তিনি বলেন, “ভোর সাড়ে ৩ টে নাগাদ কুকুরের ঘেউ ঘেউ শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখতে পাই আক্রমণকারীরা আমাদের বাড়িতে গুলি চালাচ্ছে। তারা একটি বিদেশী পিস্তল থেকে গুলি করছিল। ট্রিগার টিপে দেওয়ার পরপরই ১০-১৫ রাউন্ড গুলি চালানো হয়। আমরা অত্যন্ত ভয় পেয়ে গেছিলাম এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দিই”।