HomeBharatবন্ধ সেতুতে বেপরোয়া গতির বাইক, প্রাণ গেল দুই যুবকের

বন্ধ সেতুতে বেপরোয়া গতির বাইক, প্রাণ গেল দুই যুবকের

- Advertisement -

চেন্নাইয়ের (Chennai) রয়াপেট্টায় একটি বন্ধ ট্রাফিক সেতুতে দুই মোটরবাইক সংঘর্ষে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ১৯ বছর বয়সী সুহাইল এবং তার বন্ধু জোয়েল সেতুটি বন্ধ থাকার পরও বাইক চালাচ্ছিলেন এবং প্রতিযোগিতার মতো হাই-স্পিডে চালাছিলেন। এ সময় তাদের মোটরবাইকগুলি একে অপরের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনার সময় সেতুর ধোঁয়া দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং রেসকিউ টিম দেখতে পান সুহাইল এবং কুমারন গুরুতর আহত অবস্থায় সেতুর উপর পড়ে আছেন। তারা দুজনই আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ মূলত হাই-স্পিডে বাইক চালানো এবং বন্ধ সেতুতে প্রবেশ করা।

   

চেন্নাইয়ে এই দুর্ঘটনা এক নতুন প্রশ্ন তুলেছে—কেন বন্ধ সেতুগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। প্রতিনিয়ত শহরে বন্ধ সেতু এবং নির্মাণাধীন সড়ুতে বাইকচালকরা নিয়ন্ত্রণহীন গতিতে চলাচল করছেন, যা প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ।

এছাড়া, চলতি বছরের মে মাসে চেন্নাইয়ের টেইনমপেটের নারসিম্মা রোডেও একটি ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৪ বছর বয়সী আলাগেসান, যিনি একজন বাইক মেকানিক ছিলেন, মৃত্যু বরণ করেন। তিনি হেলমেট ছাড়া মোটরবাইক চালাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি হাই-স্পিড মোটরবাইক তার সঙ্গে ধাক্কা খায়, ফলে আলাগেসান মাটিতে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular