সকাল সকাল কাশ্মীর ঘাঁটিতে এনকাউন্টার, এবার ২ জন সেনা জওয়ান…

ফের সকাল সকাল এনকাউন্টার (Encounter) শুরু হল কাশ্মীর উপত্যকায়। ঘটনাস্থল ফের ডোডা। আজ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই…

ফের সকাল সকাল এনকাউন্টার (Encounter) শুরু হল কাশ্মীর উপত্যকায়। ঘটনাস্থল ফের ডোডা। আজ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। বৃহস্পতিবার পুলিশ এ তথ্য জানিয়েছে। এদিকে এই এনকাউন্টার চলাকালীন দুজন সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর।

সেনা সূত্রে খবর, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উপত্যকায় ফের সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা। সোমবার সন্ধ্যায় ডোডায় এনকাউন্টারে শহীদ হন পাঁচ সেনা জওয়ান। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, ডোডার কাস্তিগড় এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে।

   

সূত্রের খবর, এনকাউন্টারে জখম হয়েছেন ২ সেনা জওয়ান। এক মাসের মধ্যে জম্মু ডিভিশনের ডোডায় জঙ্গিদের সঙ্গে এটি ছ’নম্বর এনকাউন্টার। এর আগে সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কর্মকর্তাসহ পাঁচ সেনা সদস্য শহীদ হন। সোমবার সন্ধ্যায় ডোডা শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে দেশা জঙ্গলের ধারি গোটে উরারবাগিতে রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) সদস্যরা যৌথ তল্লাশি অভিযান শুরু করলে এই এনকাউন্টার হয়। একজন অফিসারের নেতৃত্বে সাহসী সেনারা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ঘন জঙ্গলের মধ্য দিয়ে তাদের তাড়া করে, তারপরে রাত ৯টা নাগাদ জঙ্গলে আরও একটি এনকাউন্টার হয়।

এনকাউন্টারে গুরুতর জখম পাঁচ জওয়ানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের সবার মৃত্যু হয়। শহীদ জওয়ানদের মধ্যে এক সেনা অফিসার, তিন জওয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এক জওয়ান রয়েছেন।