Amritsar encounter: মুসেওয়ালা হত্যাকাণ্ডে জড়িত দুই গ্যাংস্টার নিহত

বুধবার দুপুরে পরপর গুলির শব্দে কেঁপে ওঠে পাঞ্জাবের অমৃতসর। এদিন পাঞ্জাবের অমৃতসরে গায়ক-গীতিকার সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও দুই গ্যাংস্টারের মধ্যে এনকাউন্টার…

Amritsar encounter: মুসেওয়ালা হত্যাকাণ্ডে জড়িত দুই গ্যাংস্টার নিহত

বুধবার দুপুরে পরপর গুলির শব্দে কেঁপে ওঠে পাঞ্জাবের অমৃতসর। এদিন পাঞ্জাবের অমৃতসরে গায়ক-গীতিকার সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও দুই গ্যাংস্টারের মধ্যে এনকাউন্টার শুরু হয়। পাঞ্জাব পুলিশের গুন্ডা দমন টাস্ক ফোর্স জেলার ভক্তা গ্রামে এই অভিযানে নেতৃত্ব দেয়।

ঘটনাস্থলে ছিল জগরূপ সিং রূপা এবং মনপ্রীত সিং ওরফে মন্নু কুসা। উল্লেখ্য, তারা ২৯ শে মে মুস ওয়ালার নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ করা হয়েছিল। অমৃতসর থেকে ২০ কিলোমিটার দূরে এনকাউন্টার শুরু হয়েছিল যখন পুলিশ দুই গ্যাংস্টারকে অনুসরণ করছিল। এদিন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পাঞ্জাব পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। জানা গিয়েছে, আপাতত এই এনকাউন্টার শেষ হয়েছে। এখনও অবধি মৃত্যু হয়েছে দুজন গ্যাংস্টারের। বাকি ২ গ্যাংস্টার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

Advertisements
   

গত মে মাসে নিরাপত্তা উঠে যাওয়ার পরেই দুষ্কৃতিদের গুলিতে নিহত হন বিখ্যাত গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুশাওয়ালা। পাঞ্জাবের মানসা জেলার কাছে তাঁর দেহ গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। অভিযুক্ত মান্নু কুসার গুলিতে প্রথম নিহত হন সিধু।