ফের একবার প্রশ্নের মুখে রেল ব্যবস্থা। আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডা-গোরখপুর রেলপথের মোতিগঞ্জের পেকৌরা গ্রামের কাছে উল্টে গেল চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ৫টি বগি। লাইনচ্যুত হয়েছে ১২টি বগি বলে খবর। এবার এই ঘটনায় জানা গেল মৃতের সংখ্যা।
আশঙ্কাই যেন সত্যি হল সকলের। গোন্ডার কাছে ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নেটিজেনরা ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি তুলেছেন। চারিদিকে মানুষের হাহাকার শোনা যাচ্ছে।
ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার বিষয়ে উত্তর-পূর্ব রেলের সিপিআরও পঙ্কজ সিং বড় তথ্য দিয়েছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “রেলের মেডিক্যাল ভ্যান ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ শুরু করেছে। জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর। ঘটনাটি ঘটেছে দুপুর ২.৩৭ নাগাদ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৪-৫টি বগি লাইনচ্যুত হয়েছে।”
BIG BREAKING 🚨
गोंडा के नजदीक डिब्रूगढ़ एक्सप्रेस पटरी से उतरी, 2 की मौत की सूचना। आखिर कब तक?#डिब्रूगढ़_एक्सप्रेस#TrainAccident pic.twitter.com/F1koDJag0c
— Anand Shankar Singh (@AnandSinghmla) July 18, 2024
#WATCH | On the Dibrugarh-Chandigarh express derailment, Pankaj Singh, CPRO, North Eastern Railway says, “…medical van of Railways has reached the spot and rescue operation has been started. Helpline numbers have been issued. It happened around 2.37 pm. As per initial info, 4-5… pic.twitter.com/RoYszfPgn3
— ANI (@ANI) July 18, 2024